উপনির্বাচনে মমতার বিরুদ্ধে চাই যোগ্য প্রার্থী, দিল্লীতে ৬ জনের নাম পাঠাল বঙ্গ বিজেপি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ঘোষণা হয়ে গিয়েছে উপনির্বাচনের দিনক্ষণ। আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখনও কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি (bjp) শিবির। অন্যদিকে আবার প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিলেও, এখনও অবধি নাম জানায়নি বামেরাও।

বিজেপি সূত্রের খবর, ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে লড়াই করতে অনেকেই পিছিয়ে যাচ্ছেন। যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। তবে দলীয় বৈঠকে ৬ জনের নাম স্থির করে পাঠানো হয়েছে দিল্লীতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেখান থেকে একজনের নাম চূড়ান্ত করে, সম্ভবত আজই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

জানা গিএয়ছে, এই বিষয়ে আলোচনা করতে ইতিমধ্যেই মঙ্গলবার দিল্লী পাড়ি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তবে বিজেপির পক্ষ থেকে নাম পাঠানো হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), তথাগত রায় (Tathagata Roy), অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anisrban Ganguly), আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal), প্রতাপ বন্দ্যোপাধ্যায় (Pratap Banerjee) ও বিশ্বজিৎ সরকাররের। এদের মধ্যে থেকেই একজনের নাম নির্বাচন করা হতে পারে।

এরই মধ্যে আবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী ঠিক করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। এক ট্যুইট বার্তায় লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুরে উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা। কিন্তু কে এই সুবোধ? ঐ যে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-সিঙাড়া এনে দেয় ! চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ!’

X