বাংলা হান্ট ডেস্ক : সপ্তদশ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকেই জয়ী হয়ে লোকসভার সাংসদ হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। সোমবার থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সংসদে আর এই প্রথমবার অধিবেশনে যোগ দিলেন অভিনেত্রী সাংসদ। অধিবেশনে যোগ দিয়েই এক নতুন ঝড় তুললেন লোকসভায়। মঙ্গলবার সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে জিরো আওয়ারে পশুদের অধিকার নিয়ে বক্তব্য রাখলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
পশু সুরক্ষায় কড়া আইন চাই! এমন মন্তব্য করে কার্যত সংসদে ঝড় তুললেন তিনি। এ দিন অ্যানিম্যাল রাইটস নিয়ে বক্তব্য রাখতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংসদ একই সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে অনেক জায়গাতে গিয়ে তিনি রাস্তার কুকুরদের যে সমস্যা দেখেছেন তা তুলে ধরেছেন, পাশাপাশি সেই সমস্যা সমাধানের আর্জিও জানিয়েছেন তিনি। তাই প্রথম অধিবেশনে যোগ দিয়েই অবলা প্রাণীদের নিয়ে সরব হওয়া সংসদের এক নতুন পরিচয় দিয়েছে।
কখনও কুকুরদের উপর অত্যাচার করা কখনও গায়ে আগুন ধরিয়ে দেওয়া আবার কখনও গরম জল ঢালার মতো বিভিন্ন ঘটনা ঘটে চলেছে সেগুলোর বিরুদ্ধে আমাদের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন মিনি। একই সঙ্গে যদি কড়া পদক্ষেপ নেওয়া হয় আইন প্রণয়ন হয় সেক্ষেত্রে এই জঘন্য অপরাধ গুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতেও সহজতর হবে বলে মন্তব্য করেছেন মিমি। উল্লেখ্য এমনিতেই মিমি চক্রবর্তীর পশু প্রেম কারও কাছে অজানা নয়।
যদিও নিজের বাড়িতে দুটি পোষ্য রয়েছে তা ছাড়াও মাঝে মাঝেই পথ কুকুরদের প্রতি তাঁর মানবিকতা প্রকাশ পায়। মাঝে মাঝেই কুকুরদের উপর অত্যাচার নিয়ে তিনি সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তবে এবার সরাসরি সংসদে বল প্রাণীদের অত্যাচার রুখতে আইন প্রণয়নের আর্জি জানালেন তিনি।