সৌরভের কথার কোনও গুরুত্ব নেই! বিশ্বকাপের আগে প্রাক্তন BCCI সভাপতিকে আক্রমণ পাক তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সামনেই রয়েছে এশিয়া কাপ (2023 Asia Cup) এবং তারপর ভারতের মাটিতে আয়োজিত হবে বিশ্বকাপ (2023 ODI World Cup)। দুই টুর্নামেন্ট মিলিয়ে ভারতীয় দল (Indian Cricket Team) এবং বাবর আজমদের পাকিস্তান দুইবার একে অপরের মুখোমুখি হবেই নিশ্চিত ভাবে এবং সম্ভাবনা পুরোমাত্রায় রয়েছে যে তাদের আগামী তিন মাসে তিনবার বা চারবার সাক্ষাৎ হবে। গোটা ব্যাপারটা জানার পর অত্যন্ত উত্তেজিত হয়ে গেছেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু সেই উত্তেজিতদের তালিকায় পড়েন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে তাকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের গুরুত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানিয়েছিলেন যে তিনি মনে করেন না যে ভারত বনাম পাকিস্তান ম্যাচের অতটা গুরুত্বপূর্ণ যে যতটা মানুষ সেই ম্যাচকে দিচ্ছে!

এর কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন যে বিশ্বকাপে ভারতীয় দল পাকিস্তানকে বারবার হারিয়েছে। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি সাক্ষাতের ইতিহাসটা বেশ একতরফা। তিনি মনে করেন বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটা ভারত-পাক ম্যাচের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের ম্যাচ দিয়েই ভারতীয় দল তাদের বিশ্বকাপে যাত্রা আরম্ভ করবে।

এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন তারকা পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিস। দুই কিংবদন্তি একে অপরের মুখোমুখি হয়েছেন একাধিকবার। ২০০৩ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়কে শূন্য রানে ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন এই তারকা পাক বোলার।

sourav waqar

তাকে এই সৌরভের মন্তব্যের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা বেশ একতরফা ভাবেই ভারতকে হারিয়েছিলাম। এছাড়া সাম্প্রতিক অতীতে ভারত এবং পাকিস্তান যখনি মুখোমুখি হয়েছে ভারত জয় পেলেও আমার মনে হয়েছে বড্ড হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কাজেই কে কি মন্তব্য করল সেই নিয়ে আমার কিছু যায় আসে না।” দুই দলের সাক্ষাতে এখনো এক দেড় মাস দেরি রয়েছে। কিন্তু সেই সাক্ষাৎগুলিকে কেন্দ্র করে যে এখন থেকেই উত্তাপের আঁচ চড়তে শুরু করে দিয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর