বুধেই WAQF নিয়ে একাধিক আর্জির শুনানি সুপ্রিম কোর্টে! এ রাজ্য থেকে কে কে আবেদন করেছেন জানেন?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইনের (WAQF Act) বিরুদ্ধে বাংলার নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। কয়েকদিন আগেই অশান্ত হয়ে উঠেছিল জঙ্গিপুর। এরপর তেতে ওঠে আমডাঙা, মুর্শিদাবাদ। ইতিমধ্যেই ওয়াকফ-ইস্যু পৌঁছেছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। জমা পড়েছে একাধিক আর্জি। বুধবার শীর্ষ আদালতে সেগুলির শুনানি হবে।

কখন শুনবে সুপ্রিম কোর্ট (Supreme Court)?

জানা যাচ্ছে, এদেশের সর্বোচ্চ আদালতে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মোট ৭২টি রিট দায়ের করা হয়েছে। এর মধ্যে আজ ১০টি আর্জির শুনানি হবে বলে খবর। এদেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি সঞ্জয় কুমারের তিন সদস্যের বেঞ্চ এই আবেদনগুলি শুনবে।

বিতর্কিত ওয়াকফ আইনের বিরোধিতা করছে বহু মানুষ। সেই তালিকায় রয়েছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra), ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বের তরফ থেকে এই আইনের বিরোধিতা করে আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আইন শিক্ষায় এবার জুড়বে রামায়ণ, মহাভারত, গীতা? বড় মন্তব্য় সুপ্রিম কোর্টের বিচারপতির

সেই সঙ্গেই জমিয়তে উলেমা-এ-হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের তরফ থেকেও আবেদন জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রের (Central Government) তরফ থেকে ক্যাভিয়েট দাখিল করে আবেদন করা হয়েছে, শীর্ষ আদালত যেন এক পক্ষের বক্তব্য শুনে কোনও রায় না দেয়। এদিন দুপুর ২টোয় প্রধান বিচারপতির বেঞ্চে এই আর্জিগুলির শুনানি হবে বলে খবর।

Supreme Court

উল্লেখ্য, দীর্ঘ টানাপড়েন, বিরোধিতা শেষে ইতিমধ্যেই গোটা দেশে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। এরপর থেকেই উঠেছে প্রতিবাদের ঝড়। বাংলার নানান প্রান্তেও এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। অশান্ত মুর্শিদাবাদে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। এমতাবস্থায় সুপ্রিম কোর্টে (Supreme Court) ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনের শুনানি। শীর্ষ আদালতে আজ কী হয় সেদিকে নজর থাকবে সকলের।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X