দেশজুড়ে প্রতিবাদ! এর মাঝেই WAQF-শুনানিতে কেন্দ্রকে একাধিক নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইনের (WAQF Act) বিরুদ্ধে বাংলা সহ ভারতের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। এই আইন প্রত্যাহার করার দাবিও তুলেছেন অনেকে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। জমা পড়েছে একাধিক আর্জি। বৃহস্পতিবার ফের একবার সেগুলির শুনানি হল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna), বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে। এদিন বেশ কিছু নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

ওয়াকফ-শুনানিতে কী কী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)?

বুধবার শীর্ষ আদালতে এই আবেদনগুলির শুনানি হয়েছিল। বৃহস্পতিবার ফের একবার তা শুনানির জন্য ওঠে। এদিন দুপুর ২টো নাগাদ শীর্ষ আদালতে ওয়াকফ-শুনানি শুরু হয়।

এদিন শুরুতেই ওয়াকফ সংশোধনী আইনের সমর্থনে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাল্টা প্রধান বিচারপতি বলেন, ‘কিছু ভালো অবশ্যই আছে। সম্পূর্ণ স্থগিত করে দেওয়ার কথা কখনওই বলা হয়নি। কিন্তু পরিস্থিতি বদলে যাক, সেটা চাই না’। এরপরেই বেশ কিছু নির্দেশ দেয় তিন বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! পার্থর জামিন মামলায় বড় রায় দিয়ে দিল আদালত

সুপ্রিম কোর্টের নির্দেশ, পরবর্তী শুনানি অবধি ওয়াকফ বোর্ড (WAQF Board) কিংবা পর্ষদে নিয়োগ করা যাবে না। সেই সঙ্গেই ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত কোনও ওয়াকফ সম্পত্তিতে বদল করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

দীর্ঘ টানাপড়েন শেষে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়। এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি খান্না, বিচারপতি বিশ্বনাথন ও বিচারপতি কুমারের বেঞ্চ।

WAQF order Supreme Court hearing CJI Sanjiv Khanna asked big question

সেই সঙ্গেই মামলাকারীদের উদ্দেশে শীর্ষ আদালতের নির্দেশ, পাঁচটি পিটিশন বেছে নেওয়া হোক। সেগুলিকে প্রধান পিটিশন হিসেবে গণ্য করে শুনানি হবে।

এদিন নয়া ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী ৫ মে ফের এই মামলার শুনানি রয়েছে। সেদিন দরকার হলে কোনও নির্দেশ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকেই বাংলা সহ দেশের নানান প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে। সুপ্রিম কোর্টেও (Supreme Court) এই নিয়ে একাধিক আবেদন জমা পড়েছিল। এবার শীর্ষ আদালতে সেগুলিরই শুনানি হল। তাতেই বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X