অশান্তি-বিক্ষোভের আবহেই ব্যতিক্রমী চিত্র! বাংলার এই পড়শি রাজ্যে শুরু ওয়াকফ সম্পত্তির সমীক্ষা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আপাতত ক্ষোভ-বিতর্ক তুঙ্গে। প্রায় ২৪ ঘন্টা ধরে সংসদে তর্ক বিতর্কের পর ভোটাভুটির মাধ্যমে মধ্যরাতে পাশ হয়ে যায় বিল, যা বর্তমানে রাষ্ট্রপতির অনুমোদনে পরিণত হয়েছে আইনে। আর তারপরেই অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। একাধিক রাজ্য, শহরে পরিস্থিতি কার্যত উত্তাল। বাংলাতেও একাধিক জায়গায় ছড়িয়েছে অশান্তির আগুন। পরিস্থিতি সামলাতে তৎপর রাজ্য প্রশাসন। এর মাঝেই শুরু হয়ে গিয়েছে ওয়াকফ সম্পত্তির (Waqf Properties) সমীক্ষা। পশ্চিমবঙ্গের একেবারে পাশেই শুরু হল সম্পত্তির (Waqf Properties) সমীক্ষার কাজ।

এই রাজ্যে শুরু ওয়াকফ সম্পত্তি (Waqf Properties) সমীক্ষার কাজ

গত বৃহস্পতিবার থেকে থেকে ছত্তিশগড়ে শুরু হয়েছে ওয়াকফ সম্পত্তি (Waqf Properties) সমীক্ষার কাজ। নয়াদিল্লি থেকে রাজ্যে এসে পৌঁছেছেন দশজন সরকারি আধিকারিকদের দল। সমীক্ষায় কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে যোগ দিয়েছিলেন ছত্তিশগড়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সালিম রাজ। রায়পুরের ফতেহ শাহ বাজার সংলগ্ন এলাকা থেকে সমীক্ষার কাজ শুরু হয়।

Waqf properties calculating work started in this state

প্রথম এই রাজ্যে শুরু সমীক্ষা: রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই রাজ্যে ওয়াকফ সম্পত্তি (Waqf Properties) গুলির মধ্যে ফতেহ শাহ বাজার এবং সংলগ্ন এলাকা অন্যতম। তাই এই এলাকা থেকেই সমীক্ষার কাজ শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেশের একাধিক জায়গায় যেখানে ওয়াকফ আইন নিয়ে ক্রমশ পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে, তখন ছত্তিশগড়ের দৃশ্যটা যেন ব্যতিক্রম।

আরো পড়ুন : পরপর ভূমিকম্প, ফের কাঁপল পাকিস্তানের মাটি! কম্পন অনুভূত কাশ্মীরেও, ঘনিয়ে আসছে বড় বিপদ?

কী বললেন বোর্ডের চেয়ারম্যান: ওয়াকফ সংশোধনী আইন সংখ্যালঘুদের জন্যই লাভজনক, এতে তারা উপকৃত হবেন, কেন্দ্রীয় সরকার যতই এই বার্তা দিক না কেন, ক্ষোভ অশান্তি রয়েছে অব্যাহত। সেখানেই কার্যত উলটো দিকে হেঁটে ছত্তিশগড় রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বলেন, সরকারের উদ্যোগকে তারা সমর্থন করছেন। কারণ এতে ওয়াকফ সম্পত্তি (Waqf Properties) রক্ষা এবং পরিচালনা করা আগের তুলনায় সহজ হবে। পাশাপাশি যে ত্রুটি গুলো রয়েছে সেগুলোও মেটানো সহজ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। বলা বাহুল্য, দেশের মধ্যে ছত্তিশগড়ই প্রথম রাজ্য যেখানে ওয়াকফ সম্পত্তির সমীক্ষা শুরু হয়েছে।

আরও পড়ুন : ‘রাজ্যে লাগু হবে না ওয়াকফ আইন’, আশ্বাস দিয়ে ‘দাঙ্গা’ না লাগানোর আবেদন মমতার

একদিকে ছত্তিশগড়ে যখন সমীক্ষাও শুরু হয়ে গিয়েছে, সেখানে বাংলায় পরিস্থিতি অন্য রকম। একাধিক জায়গায় অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এ রাজ্যে ওয়াকফ আইন ‘লাগু হবে না’। কোনো রকম উসকানি, প্ররোচনায় পা না দিয়ে অশান্তি থেকে দূরে থাকার আবেদনও জানানো হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X