অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! ‘BJP-র উস্কানিতে কিছু মীরজাফর এটা করছে’! বিস্ফোরক ফিরহাদ হাকিম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইনের (WAQF Act) বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ চলছে। কয়েকদিন আগেই মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরে এই বিতর্কিত আইনের প্রতিবাদে উত্তেজনা চরমে উঠেছিল। যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ওই এলাকা। তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ানে। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিজেপিকে নিশানা করলেন তিনি।

‘বিজেপির উস্কানিতেই লাফালাফি’! বিস্ফোরক ফিরহাদ (Firhad Hakim)

ইতিমধ্যেই সারা দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ আইন। এর বিরুদ্ধে ভারতের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। বাংলাও ব্যতিক্রম নয়। গতকাল ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। এবার রণক্ষেত্রের চেহারা নিল সুতি, ধুলিয়ান।

সকাল থেকেই মুর্শিদাবাদের নানান জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। সুতি থানার সাজুর মোড় অঞ্চলে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে অবরোধ চলছিল। সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এই অশান্তির মাঝে গুলিবিদ্ধ হন সপ্তম শ্রেণির এক ছাত্র। ইতিমধ্যেই এই ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ (Firhad Hakim)।

আরও পড়ুনঃ পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি কমলা সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

ববি এদিন বলেন, ‘মীরজাফর তো সব জায়গাতেই থাকে। সেদিনও মীরজাফর ছিল, আজও রয়েছে। যারা মীরজাফর, তাঁরা এটা করে বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে। এটা যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে কারোর ওপর পুলিশ গুলি চালায় না। বুলডোজার রাজ হয় না।  সেই কারণে এখানে লাফালাফি বেশি। বিজেপির উস্কানিতেই লাফালাফি। সত্যিকারের প্রতিবাদ করতে হলে যান, বুলডোজার দিয়ে যেখানে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে। যোগীর রাজ্যে যান। সেখানে প্রতিবাদ কীভাবে হয় দেখি!’

Firhad Hakim

এদিকে ওয়াকফ আইন নিয়ে রাজ্যের নানান প্রান্তে চলতে থাকা প্রতিবাদের মাঝেই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম, মৌলবিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। সেখানে উপস্থিত থাকার কথা পুরমন্ত্রী ফিরহাদেরও (Firhad Hakim)। শুক্রবার কলকাতার মেয়র নিজে মুখ্যমন্ত্রীর বৈঠকের কথা জানিয়েছেন।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X