বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ৫২ বছর বয়সে আচমকাই মারা গিয়েছেন শেন ওয়ার্ন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে গোটা ক্রিকেট জগৎ। ব্যতিক্রম ছিলেন না সচিন টেন্ডুলকারও। মাঠের মধ্যে দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতো গোটা ক্রিকেট জগৎ। সেই সূত্র ধরে সচিন তার টুইট বার্তায় নিজের শোকপ্রকাশ করেছেন।
Shocked, stunned & miserable…
Will miss you Warnie. There was never a dull moment with you around, on or off the field. Will always treasure our on field duels & off field banter. You always had a special place for India & Indians had a special place for you.
Gone too young! pic.twitter.com/219zIomwjB
— Sachin Tendulkar (@sachin_rt) March 4, 2022
গোটা বিশ্ব সচিন টেন্ডুলকারকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটার বলে ভাবে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ-স্পিনার শেন ওয়ার্ন ১০০ টি শতরান করা কিংবদন্তিকে মহান বলে মনে করেন না। এখানে বলে রাখা ভালো যে অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ-স্পিনার শেন ওয়ার্ন এবং মাস্টার ব্লাস্টার সচিনের মধ্যে সম্পর্ক ক্রিকেট মাঠে খুব একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল না।
ক্রিকেট মাঠে শেন ওয়ার্ন এবং সচিন টেন্ডুলকারের মধ্যে দুর্দান্ত দ্বৈরথ দেখা যেত। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেই মাঠের লড়াইয়ে বাজি মেরেছিলেন সচিন। অনেকে তো এমনও বলে থাকেন কিংবদন্তি লেগ স্পিনার নিজের ঘুমের মধ্যেও সচিবকে নিয়ে দুঃস্বপ্ন দেখতেন। যদিও ওয়ার্ন পরবর্তীকালে নিজে সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
সচিন টেন্ডুলকার বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি শতরান করেছেন। টেস্ট ক্রিকেটে ২০০ টি-র বেশি ম্যাচ খেলেছেন। কিন্তু শেন ওয়ার্নের চোখে এসব রেকর্ড কোনও বড় ব্যাপারই নয়। টেস্ট ক্রিকেটে উল্লেখ করা ৫ সেরা ব্যাটসম্যানের মধ্যে শেন ওয়ার্ন জায়গা দেননি টেন্ডুলকারকে। বর্তমান যুগের সেরা ১০ টেস্ট ক্রিকেটারের তালিকা তৈরি করেছেন শেন ওয়ার্ন। ওয়ার্ন অবশ্য বিরাট কোহলিকে এই তালিকার বিশ্বের সেরা ১০ টেস্ট ব্যাটসম্যানের মধ্যে বেছে নিয়েছেন।