IPL-এ ফিরেই ইতিহাস ওয়ার্নারের, প্রথম ক্রিকেটার হিসাবে গড়লেন এই রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২২-এ প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরে একটু চাপের মধ্যে ছিল। কিন্তু তাদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৪ রানে পরাজিত করে সেই চাপটা কিছুটা হলেও কমালেন রিশভ পন্থরা। সেই ম্যাচে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ দুর্দান্ত আগ্রাসী ব্যাটিং করেছেন। তারা যথাক্রমে ৬১ এবং ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

এই দূর্দান্ত ইনিংস খেলে আইপিএলে একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ওয়ার্নার। ওয়ার্নার পঞ্চম এবং প্রথম বিদেশী খেলোয়াড় যিনি আইপিএলে ৫০০০ রান ছুঁয়েছেন। তার আগে আইপিএলে ৫ হাজার রান করেছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও সুরেশ রায়না।

   

warner 1

সেই সঙ্গে আরও একটি বড় ব্যাপার ঘটেছে। অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার আইপিএলে দ্রুততম ৫০০০ রান করেছেন। ১৫২ ম্যাচের ১৫২ ইনিংসে তিনি তার ৫০০০ রান পূর্ণ করেন। বাকি চারজন ব্যাটসম্যানই তার চেয়ে বেশি ইনিংসে ৫ হাজার রান স্পর্শ করেছেন। আন্দ্রে রাসেলের বলে ছক্কা মেরে আইপিএল ২০২২ তে ওয়ার্নার তার প্রথম অর্ধশতরান পূর্ণ করেন। ৪৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কা হাঁকান এই ওপেনার। লিগে সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ডও এখন ওয়ার্নারের। তিনি এখন পর্যন্ত আইপিএলে ৫১ বার পঞ্চাশের গন্ডি পেরিয়েছেন। তার পরেই রয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান (৪৪)।

ম্যাচটি জিতে দিল্লি পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে এবং কলকাতার দল কাল হেরেও গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে অবধি শীর্ষে রয়েছে। প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান করে। এই স্কোরের সামনে ১৭১ রানে গুটিয়ে যায় কেকেআরের পুরো দল। কলকাতার হয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার একটি অর্ধশতরান করেছেন, যেখানে কুলদীপ যাদব চারটি এবং খলিল আহমেদ দিল্লির হয়ে তিনটি উইকেট নেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর