হাড্ডাহাড্ডি ম্যাচে পাওয়েল ও ওয়ার্নারের ব্যাটিং বিক্রমে ভর করে SRH-কে হারালো পন্থের দিল্লি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রেকর্ড, প্রতিশোধ, জয়ের আনন্দ, হারের হতাশা মিলিয়ে আরও একটা দুরন্ত ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উপহার দিলো আইপিএল ২০২২। নিজের পুরোনো দলের বিরুদ্ধে ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালান ডেভিড ওয়ার্নার। সঙ্গে ছিলেন ক্যারিবিয়ান পিঞ্চ হিটার রোভম্যান পাওয়েল। সেই সঙ্গে আইপিএলে শন টেট-এর গতির রেকর্ড ভাঙার খুব কাছাকাছি চলে এসেছিলেন উমরান। অল্পের জন্য ব্যর্থ হন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৬ রানের ব্যবধানে হার মানে হায়দরাবাদ।

আজ পৃথ্বী শ-এর বদলে মনদীপ সিং-কে দিয়ে ওপেন করায় দিল্লি। কিন্তু তিনি খাতা না খুলেই ফিরে যান। এরপর নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে জ্বলে ওঠেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শ (১০) এবং পন্থ (২৬) তাকে বেশিক্ষণ সঙ্গ না দিতে পারলেও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রোভম্যান পাওয়েলের সাথে মিলে ধ্বংসলীলা চালান তিনি।

warner powell

দুরন্ত ব্যাটিং করে দুজনেরই অপরাজিত থেকে দিল্লিকে পৌঁছে দেন ২০২ রানের স্কোরে। ৫৮ বলে ১২টি চার এবং ৩ টি ছক্কা সহ ৯২ রান করেন ওয়ার্নার। ৩৫ বলে ৩ টি চার এবং ৬ টি ছক্কা সহ ৬৭ রান করেন পাওয়েল। ইনিংসের শেষ ওভারে গতির নতুন রেকর্ড তৈরি করা উমরান মালিকের ওভারে ১৯ রান নেন পাওয়েল। এত মারাত্মক ধ্বংসলীলার মাঝেও নিজের ৪ ওভারে একটি মেডেন সহ মাত্র ২১ রান দেন ভুবনেশ্বর কুমার।

রান তাড়া করতে নেমে চূড়ান্ত ব্যর্থ দুই ওপেনার অভিষেক শর্মা এবং কেন উইলিয়ামসন। রাহুল ত্রিপাঠি (২২), এইডেন মার্করম (৪২), নিকোলাস পুরান (৬২) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত ১৮৬ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন তরুণ পেসার খলিল আহমেদ। দুটি উইকেট নেন শার্দূল ঠাকুর। বাকি বোলাররা সকলে ১ টি করে উইকেট পেয়েছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর