বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতি মাসে আইসিসি একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে তার পারফরম্যান্সের জন্য মাসের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেয়। ভারতীয় ক্রিকেটাররা বহুবার এই পুরস্কার পেয়েছেন। তবে চলতি মাসে এই পুরস্কারটি ভারতের কোনো ক্রিকেটারের কপালে জোটেনি।অন্য একজন তারকা ক্রিকেটার-কে যোগ্য হিসাবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হ্যালি ম্যাথিউস নভেম্বরে আইসিসির সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ওয়ার্নার তার দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানের ওপেনার আবিদ আলী এবং নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদিকে ছাড়িয়ে গেছেন। অপরদিকে পাকিস্তানের আনাম আমিন ও বাংলাদেশের নাহিদা আখতারকে হারিয়ে এই পুরস্কার পেয়েছেন ক্যারিবিয়ান মহিলা ক্রিকেটার।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৫৩ এবং পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ৪৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভ পর্বের ম্যাচেও তিনি ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন যেখানে তিনি ৫৬ বলে অপরাজিত ৮৯ রান করেছিলেন। ওয়ার্নার এই সময়ের মধ্যে চারটি টি-টোয়েন্টি ম্যাচে ২০৯ রান করেছেন।
একই সঙ্গে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়ে এই পুরস্কার জিতেছেন ম্যাথিউস। তিনি জুলাই মাসে পুরস্কারের জন্য দৌড়ে ছিলেন যখন তার অধিনায়ক স্টেফানি টেলর বিজয়ী ছিলেন। ম্যাথুস ১৪১ রান করেন এবং নয় উইকেট নেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজে জয়ের স্থপতি ছিলেন তিনি।