বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে ব্যাটিং করে নীতিশ রানার ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 187 রান তোলে কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 177 রানেই শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। 10 রানে ম্যাচ জিতে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘরে তুলে নেয় কেকেআর।
ম্যাচ হারার পর বোলারদের ওপর সম্পূর্ণ দায় চাপিয়ে দিলেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের মতে চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে এত রান ওঠা উচিত নয় তার সত্ত্বেও কেকেআর 187 রানের বিরাট স্কোর করেছে এর জন্য দায়ী হায়দ্রাবাদের বোলাররাই। ওয়ার্নারের মতে হায়দ্রাবাদের বোলাররা আরও অনেক ভালো বোলিং করতে পারতো কিন্তু তারা সেটা করে উঠতে পারেন। এরই পাশাপাশি কেকেআর ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়েছেন ওয়ার্নার।
ম্যাচ হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেভিড ওয়ার্নার বলেন, ” আমার মনে হয় না এটি এত হাই স্কোরিং ক্রিকেট কিন্তু তার সত্ত্বেও কেকেআর যে ভাবে রান তুলেছে তা সত্যি অসাধারণ। এর জন্য কিছুটা দায়ী আমাদের বোলাররাই। আমরা শুরু থেকে কেকেআর কে চাপে ফেলতে পারিনি শুরু থেকে উইকেট তুলতে ব্যর্থ হয়েছি যার কারণে একটার পর একটা বড় পার্টনারশিপ করে আমাদের বোলাদের ওপর চাপ সৃষ্টি করছে কেকেআর ব্যাটসম্যানরা এবং তারা 187 রানের বিরাট স্কোর খাড়া করেছে।