বাংলাহান্ট ডেস্ক : সরকারের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (State Bank of India) গ্রাহকদের জন্য। প্রতারকরা ভুয়ো মেসেজ পাঠিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট সাফ করার চেষ্টা করছে। এই ধরনের বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গ্রাহকদের এই বিষয়টি নিয়ে এবার সতর্ক করল প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট।
স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের (State Bank of India) জন্য সতর্কবার্তা
প্রতারকরা বিভিন্ন ফাঁদ পেতে স্টেট ব্যাংক (State Bank of India) গ্রাহকদের টাকা হাতানোর নতুন নতুন ফন্দিফিকির বার করছে। সম্প্রতি প্রতারকরা ব্যাংক গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট দেওয়ার লোভ দেখাতে শুরু করেছে। এই রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার জন্য বলা হচ্ছে টাকা ডিপোজিট করতে। সরকারের তরফ থেকে এই ধরনের মেসেজ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরোও পড়ুন : Calcutta High Court: শেষমেশ হাইকোর্টের দরজায় মৃত চিকিৎসকের বাবা! মিলল এই ‘বিশেষ’ অনুমতি
সতর্কবার্তায় পিআইবি (PIB) জানাচ্ছে, “স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) নামে কোনও মেসেজ এলে সতর্ক থাকুন। এতে গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে একটি এপিকে ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। দেখলে মনে হবে মেসেজটি এসবিআই পাঠিয়েছে, কিন্তু আদতে ভুয়ো।”
আরোও পড়ুন : Nose : মনের কষ্টে জেরবার?আপনি কি একটু বেশিই বুদ্ধিমান? জীবনের গোপন কথা বলবে আপনার নাক
পাশাপাশি জানানো হয়েছে, “এসবিআই (State Bank of India) কখনওই এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক বা এপিকে ফাইল পাঠায় না। এমন পরিস্থিতিতে নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে অজানা ফাইল ডাউনলোড বা এই ধরণের লিঙ্কে ক্লিক করবেন না। সর্বদা এসবিআই চ্যানেলের মাধ্যমে যে কোনও মেসেজ যাচাই করে নেবেন।’’
পিআইবি গ্রাহকদের পরামর্শ দিয়েছে, যেকোনো ধরনের মেসেজ আগে অবশ্যই যাচাই করতে হবে। শুধুমাত্র অফিসিয়াল ফোন নম্বরে যোগাযোগ করে গ্রাহকদের যাচাই করার পরামর্শ দিয়েছে পিআইবি। এছাড়াও পিআইবি পরামর্শ দিয়েছে ব্যাংকের গোপন তথ্য অন্যদের সাথে শেয়ার না করার।