বাংলা হান্ট ডেস্ক: আমাদের শরীরে অনেকেরই বিভিন্ন জায়গায় আঁচিল (Wart) থাকে। আর এই আঁচিলের জ্বালায় অতিষ্ঠ অনেকেই। শরীরের ইতি-উতি স্থানে যখন তখন ব্রণের মত ছোট ছোট আঁচিল (Wart) গজিয়ে ওঠে। তার আবার বিভিন্ন রং। তবে এই ছোট ছোট মাংসপিণ্ড গুলি শরীরের বিভিন্ন জায়গায় হলে অসুবিধা নেই কিন্তু মুখে কিংবা গলায় ঘাড়ে হলেই বিড়ম্বনায় পড়তে হয়। এতে ব্যথা হয় না ঠিকই কিন্তু সমস্যা হয় মুখের সৌন্দর্যে। তবে এটা সাধারণ সমস্যা।
শরীরে আঁচিল (Wart) থেকে সাবধান
কিন্তু যদি শোনেন রূপ ছাড়াও এই আঁচিল আপনার জীবনে আরও গুরুতর সমস্যা ডেকে আনতে পারে। হ্যাঁ ঠিকই শুনছেন। কারণ এই মাংসপিন্ডের মধ্যেই ঘাপটি মেরে রয়েছে প্রাণঘাতী রোগ ক্যান্সার। যার লক্ষণ আমরা সাধারণভাবে বুঝতে পারিনা। এমনকি ক্যান্সার বিশেষজ্ঞরাও, এই নিয়ে সর্তকতা অবলম্বন করতে বলেছেন।
ঠিক কি কারনে শরীরে আঁচিল জন্মায়?
চিকিৎসকদের মতে, শরীরে প্যাপিলোমা ভাইরাস প্রবেশ করলেই এই সমস্যা দেখা দেয়। মূলত এই ভাইরাস শরীরে প্রবেশ করার পর ত্বকের নীচে শ্লেষা ঝিল্লিকে প্রভাবিত করে। এর ফলেই ত্বকের উপর গুটি গুটি মাংসপিণ্ড সৃষ্টি হয়। যেগুলিকে বলা হয় আঁচিল। কালো বাদামি লাল বিভিন্ন রঙের হয়ে থাকে।
চিকিৎসকরা বলছেন যাদের শরীরে এমন আঁচিল (Wart) রয়েছে তাদের ব্যবহৃত কোন জিনিস ব্যবহার করবেন না। যেমন টাওয়াল সাবান, শেভিং কিট, অন্তর্বাস, বিছানা চাদর কোন কিছুই ব্যবহার করা উচিত নয়। কারণ এই সমস্ত জিনিস থেকে ভাইরাস আপনার শরীরেও ছড়িয়ে পড়তে পারে। একই সাথে শারীরিক ঘনিষ্ঠতার সময়ও এই ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। তাই এই সমস্ত জিনিস থেকে সাবধান থাকুন।
আঁচিলে লুকিয়ে বিপদের সংকেত:
যদিও আঁচিল খুব বেশি ক্ষতিকর, তা কিন্তু নয়। মূলত আঁচিল নিজে থেকেই পড়ে যায়। তবে গবেষকদের মতে, আঁচিল যদি আপনার শরীরে দীর্ঘস্থায়ী হয়ে থাকে সেক্ষেত্রেই সমস্যা। এটি মূলত ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষ করে এর আয়তন বাড়তে থাকলে কিংবা রং পরিবর্তন হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও যদি দেখেন আঁচিল থেকে রক্তপাত হচ্ছে কিংবা ব্যথা সৃষ্টি হয়েছে, চুলকাচ্ছে তাহলে এটি কোন বিপদের ইঙ্গিত।
আরও পড়ুন: বড় খবর! এবার ইন্স্যুরেন্স সেক্টরে এন্ট্রি নিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক, অনুমতি দিল RBI
আঁচিল থেকে কি কি ক্যান্সার হতে পারে দেখে নিন:
ছোট্ট ব্রণের মতো জিনিসটি থেকে বিভিন্ন ধরনের ক্যান্সার শরীরে জাগরিত হয়। পায়ুপথে ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার, ত্বকের ক্যান্সারের লক্ষণ এটি। এছাড়াও গলায়, মুখেও ক্যান্সার হতে পারে। এছাড়াও গবেষকরা বলছেন প্যাপিলোমা ভাইরাস আপনার শরীরের ডায়াবেটিসের মতো রোগকেও বাড়িয়ে তুলতে পারে। তাই উল্লেখিত লক্ষণগুলো শরীরে দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন।
এছাড়াও মনে রাখবেন আঁচিল কিন্তু নিজে থেকে পড়ে যায়। কখনো বুদ্ধি খাটিয়ে বাড়িতে আঁচিল তোলার চেষ্টা করবেন না। নইলে হিতে বিপরীত ঘটতে পারে। একান্তই যদি আঁচিল তুলতে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন। চিকিৎসকেরা, বিভিন্ন ওষুধ, প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তির পথ দেখিয়ে দেবে।