বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে জয় পেয়ে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। ক্ষমতায় এসেছে এনডিএ জোট। ভোটে জয়লাভের পর মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে (Varanasi) গিয়েছিলেন মোদী। নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে। দু’পাশে ব্যারিকেড, মোদী কনভয় ছুটছিল রাস্তা দিয়ে। তবে সেই সময়ই বিপত্তি (PM Modi Security Breach)।
মঙ্গলবার বারাণসীতে মোদীরবুলেট প্রুফ গাড়ির সামনে হটাৎই উড়ে আসে বস্তু। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সঙ্গে সঙ্গেই গাড়ির পাশে থাকা নিরাপত্তারক্ষী বনেটের উপর থেকে সেটি নিচে ফেলে দিলেন। নেটাগরিকদের একাংশের মতে, বস্তটি ছিল উড়ন্ত হাওয়াই চপ্পল। যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।
বারাণসীর বাসিন্দারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কনভয় দশাশ্বমেধ ঘাট থেকে কেভি মন্দিরের দিকে যাওয়ার সময় ঘটেছিল। যা নিয়ে তীব্র শোরগোল শুরু হয়ে গিয়েছে। খোদ দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এত বড়সড় গলদ! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঠিক ১৯ সেকেন্ডের মাথায় মোদীর বুলেটপ্রুফ গাড়ির সামনে উড়ে এল সেই চর্চিত বস্তু।
ওই ভিডিওতে “মোদী মোদী” স্লোগানের মধ্যে একজন দর্শককে বলতে শোনা যায়, “চাপল ফেঙ্ক কে মারা। তার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী বস্তুটি উদ্ধার করে সেটিকে ফেলে দিতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরপ্রদেশের একজন সিনিয়র পুলিশ অফিসার অবশ্য জানান সেই বস্তুটি মোবাইল ফোন, কোনো চটি নয়।
https://x.com/SevadalGN/status/1803331225555443934
আরও পড়ুন: এক ধাক্কায় ২ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, পুজোর আগেই জয়েনিং
প্রসঙ্গত, মোদি বারাণসী থেকে তার তৃতীয় মেয়াদে ১, ৫২, ৫১৩ ভোটের ব্যবধানে জিতেছেন, যা তার ২০১৯ সালের বিজয়ের ৪. ৮ লাখের চেয়ে অনেক কম। আর এই আবহে নিজের নির্বাচনী এলাকায় প্রথমবারের জন্য গিয়েই এই রকম ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যে গলদ ধরা পড়েছে, তা স্পষ্ট।