সাফাইকর্মীদের বিক্ষোভ বালিতে

 

রাজীব মুখার্জী, হাওড়া

গত মঙ্গলবার হাওড়া পুরসভায় বিক্ষোভ ও রাস্তায় ধর্ণা দেওয়াই পরে আজ আবারো হাওড়া পুরসভার অন্তর্গত বালি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে এই অস্থায়ী সাফাই কর্মীরা। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে তাদের রোজের মজুরী বৃদ্ধি ও নিয়মিত মজুরি প্রদান সহ নানান দাবি-দাওয়া নিয়ে এই আন্দোলন চলছে।

IMG 20190801 172830 1

উচ্চতর কর্তৃপক্ষের তরফ থেকে দেখার আশ্বাস পাওয়ার পরেও নির্ধারিত সময়ের পরেও কোনো সদর্থক ও আশানুরূপ ফল না দেখায় আজ থেকে সাফাই কর্মীরা বিক্ষোভ কর্মসূচি তে নেমেছে এবং তারা বালির অফিস সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছে। তাদের বক্তব্য যে তাদের দাবি না মানা হলে তারা এরপরে পুরোপুরি কর্মবিরতিতে যাবে.

সম্পর্কিত খবর