“নিজেকে যদি নিখুঁত ভাবো তাহলে আমার পরামর্শ নেওয়ার দরকার নেই” অর্শদীপকে বলেছিলেন ওয়াসিম আক্রম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্তিম প্রস্তুতিপর্ব স্বরূপ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরেকটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা অস্ট্রেলিয়া পাড়ি দেবে ভারতীয় দল। ২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে রোহিত শর্মারা।

এই দুটি সিরিজে ভারতীয় বোলারদের বড় পরীক্ষা হবে। এশিয়া কাপে ভুবনেশ্বর কুমাররা ভালো পারফরম্যান্স করতে পারেননি। তাদের ভুলত্রুটি শুধরে নেওয়ার একটা শেষ সুযোগ তারা পাচ্ছেন এই জুটির সিরিজ। চোট কাটিয়ে দলে ফিরেছেন বুমরা। কিন্তু তার উপস্থিতিতে অর্শদীপদের কাজটা যে অনেকটাই সহজ হয়ে গেল এমনটা নয়। গত এশিয়া কাপে এই তরুণ বাঁ-হাতি পাঞ্জাবি পেসারের অনেকেই প্রশংসা করেছেন আবার অনেকে ভরিয়ে দিয়েছেন সমালোচনায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই তরুণের কাছে শেষ সুযোগ রয়েছে বিশ্বকাপের দলে নিয়মিত হয়ে ওঠার।

arshdeep

কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে নামার আগে অর্শদীপের ছোটবেলার কোচ যশোবন্ত রাই একটি অদ্ভুত গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন ছোটবেলা থেকে পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আক্রমকে দেখে পেস বোলিংয়ের জন্য অনুপ্রাণিত হয়েছেন পাঞ্জাবের পেসার। এরপর গত এশিয়া কাপে নিচের অনুপ্রেরণার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন অর্শদীপ।

দেখা হওয়ার পর আক্রম অর্শদীপ কে বলেন, “সর্দারজি, তুমি খুব ভালো বোলিং করছো। তুমি খুব ভালো বোলার। কিন্তু যদি তুমি মনে করো যে তুমি নিখুঁত বোলিং করছো তাহলে আমার পরামর্শ চাইতে এসো না যদি মনে করো তোমার কিছু জানার আছে তাহলে আসতে পারো।” এই কথা শোনার পর ওর সাথে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন কিন্তু তারপরের দিন তিনি ওয়াসিম আক্রমের কাছে যান এবং বোলিংয়ের ব্যাপারে কিছু পরামর্শ নেন।

পরে নিজের ছোটবেলার কোচ যশোবন্তের সঙ্গে এই গল্প ভাগ করে নেন অর্শদীপ। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় যখন দুটি খারাপ পারফরম্যান্সের পর অর্শদীপকে আক্রমণ করেছিলেন নেটিজেনরা তখন নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরুণ ভারতীয় পেসারদের পাশে দাঁড়িয়েছিলেন ওয়াসিম আক্রম। এখন দেখার এটাই যে পাকিস্তানি কিংবদন্তির পরামর্শ কে কাজে লাগিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের নিয়মিত হয়ে উঠতে পারেন কিনা অর্শদীপ।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর