শুভমান গিল নন, ধোনির এই শিষ্যকে ভারতীয় দলের ভবিষ্যতের নায়ক মনে করেন ওয়াসিম আক্রম

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত আইপিএলে অনেক তরুণ ভারতীয় টপ অর্ডার ব্যাটার নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুই নাম হলো শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। দুজনেই এই আইপিএলে শতরানের মুখ দেখেছেন, একক দক্ষতায় দলকে জিতিয়েছেন, অনন্য কিছু রেকর্ড গড়েছেন এবং সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় নিজেদের নামটা তুলে এনেছেন।

কিন্তু তারপরেও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রম গিল বা যশস্বীর নামে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভবিষ্যতে ভারতীয় দলের কে হতে চলেছে তখন তিনি সিএসকের ওপেনার রুতুরাজ গায়কোয়াডের নাম নেন। এই মরশুমে যার কথা বেশি আলোচনা হয়নি।

এই মরশুমে রুতুরাজ গায়কোয়াড ১৬ ম্যাচ খেলে ৫৯০ রান করেছেন। আইপিএলের প্রথম ম্যাচে ৯২ রানের একটা ইনিংস খেলে দুর্দান্তভাবে নিজের যাত্রা শুরু করেছিলেন। কিন্তু তারপর শুভমন গিল এবং জয়সওয়াল এতটাই ভালো ছন্দে ছিলেন যে তার কথা সকলে একটু ভুলেই গিয়েছিল বললে মন্দ হবে না।

মূলত দুটি কারণে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম তাকে ভবিষ্যতের ভারতীয় দলের সম্পদ মনে করেছেন। দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি রুতুরাজ অত্যন্ত দক্ষ ফিল্ডার। সেই সঙ্গে তিনি শারীরিকভাবে অত্যন্ত ফিট। এই দুটি বিষয় তার ভবিষ্যতে বড় সহায় হয়ে উঠবে বলেই মনে করেন পাকিস্তানের কিংবদন্তী।

অতি সামান্য ম্যাচ খেলেই সিএসকের হয়ে সর্বকালের সেরাদের তালিকায় চলে এসেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ও তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। তবে ভারতীয় দলের সামান্য যেটুকু সুযোগ পেয়েছেন সেটুকু এখনও কাজে লাগাতে পারেননি রুতুরাজ। তবে তিনি এখনো তরুণ এবং ভবিষ্যতে অনেক সুযোগ পাবেন বলেই আশা করেন ওয়াসিম আক্রম।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর