বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর মাত্র দুই মাস, তারপর অস্ট্রেলিয়ার মাটিতে আরম্ভ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দলে নির্বাচন নিয়ে নাকি এখনও সন্দেহ রয়েছে। আসন্ন এশিয়া কাপের ম্যাচগুলোতে তিনি কেমন পারফর্ম করবেন তার উপর বিশ্বকাপে তার নির্বাচন নির্ভর করবে। ইতিমধ্যেই ভারতীয় দলে এমন অনেক তারকা চলে এসেছেন যারা শেষ কয়েকমাসে বিরাট কোহলির সাম্প্রতিক পারফরম্যান্সের চেয়ে অনেক বেশি ভালো পারফরম্যান্স করেছেন।
গত আইপিএলে তিনি একেবারেই ছন্দে ছিলেন না। তিনি ২০২২ সালের আইপিএলে মাত্র ২২.৭৩ গড়ে এবং ১১৬-র কাছাকাছি স্ট্রাইক রেটে মাত্র ৩৪১ রান করতে পেরেছিলেন। তার পরে তিনি ইংল্যান্ডে গিয়ে তিনটি ফরম্যাটে ৬ ম্যাচ এবং ৭ ইনিংস খেলে ব্যাট হাতে মাত্র ৭৬ রান করতে পেরেছিলেন। তারপর দীর্ঘদিন বিশ্রাম নিয়ে তারপর ভারতীয় দলে ফিরছেন তিনি।
এই নিয়ে সম্প্রতি একজন বিসিসিআইয়ের নির্বাচক মন্তব্য করেছেন। রোহিত শর্মা বলে দিয়েছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল প্রায় তৈরি। কিন্তু ওই নির্বাচক বলেছেন, “রোহিত একজন টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে ওই কথা বলেছে কিন্তুআমাদের নির্বাচকদের মধ্যে কয়েকটা জায়গা নিয়ে এখনো তর্ক রয়েছে। হর্ষল প্যাটেল এবং যশপ্রীত বুমরার ছোট নিয়েও আমাদের অপেক্ষা করতে হবে। বিরাটের ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা এশিয়া কাপে ওর পারফরম্যানসের দিকে নজর রাখছি।”
এই অবস্থায় বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন পাক প্রেসার ওয়াসিম আক্রম। কিংবদন্তি বাঁহাতি পেসার একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি কয়েকদিন আগে থেকে দেখছি যে ভারতীয় ক্রিকেট ভক্তরা কোহলির বিরোধিতা করছেন। কোহলি ৩ ফরম্যাট মিলিয়ে প্রায় ৫০-এর গড় এই বয়সেও ধরে রেখেছে। কোহলি একজন অনন্যসাধারণ ব্যাটার। ভারতীয় স্কোয়াডে এখনও তিনি অন্যতম সেরা ফিল্ডার। ফর্ম কিন্তু সাময়িক, ক্লাস সারাজীবন থেকে যায়। এটাই বিরাট কোহলি। আমি নিশ্চিত যে ও দ্রুতই ফর্মে ফিরে আসবে এবং রান করবে। তবে আশা করবো পাকিস্তানের বিরুদ্ধে যেন সেই ঘটনা না ঘটে। তবে এখনই তাকে দল থেকে বের করে দেওয়ার কথা হচ্ছে এটা আশ্চর্যজনক। সবাই ভুলে যাচ্ছে তার অবদানের কথা। আমার মতে কোহলির ব্যাপারে ভারতকে ধৈর্য ধরতে হবে।”