বাংলা হান্ট ডেস্কঃ ১৮ বছর পর পাক ভূমিতে নতুন করে ক্রিকেট শুরু হবার সম্ভাবনা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের হঠাৎ পিছিয়ে যাওয়ায়। পাকিস্তানে সিরিজ শুরু হবার ঠিক আগে নিরাপত্তার কারণে সফর বাতিল করে দেশে ফিরে যান কিউয়ি খেলোয়াড়রা। তারপর একইভাবে সিরিজ বাতিল করেছে ইংল্যান্ডও। যার জেরে এই মুহূর্তে পাক ক্রিকেট ফের সংকটের মুখে। ফের একবার তৈরি হয়েছে এক ঘরে হয়ে যাওয়ার সম্ভাবনা। এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন পাক বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা থেকে শুরু করে প্রাক্তন পাক খেলোয়াড়রা।
শোয়েব আকতার, ওয়াকার ইউনিস, ইনজামাম উল হক প্রত্যেকেই নিজেদের বক্তব্য রেখেছেন এই বিষয়ে। এবার এই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের প্রখ্যাত প্রাক্তন জোরে বোলার ওয়াসিম আক্রম। এ বিষয়ে বলতে গিয়ে আক্রম বলেন, “আমি জানি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করায় আপনারা হতাশ হয়েছেন। বিশেষত নিউজিল্যান্ড। ওরা শেষ মুহূর্তে খেলা বাতিল করেছে। আমিও আপনাদের মতোই হতাশ ও দুঃখিত। কিন্তু জীবন থেমে থাকবে না। আমাদের চেয়ারম্যান রামিজ রাজা যেমনটা বলেছেন, পাকিস্তানকে সমর্থন করুন। টি-২০ বিশ্বকাপের জন্য যে দল বেছে নেওয়া হয়েছে তাদের আবার সমর্থন করুন।”
তিনি এও বলেন পাকিস্তান দলের সমালোচনার পরিস্থিতি তৈরি হলে নিশ্চয়ই সমালোচনা করবেন তিনি। কিন্তু সমাধান সূত্র তারাই খুঁজবেন, কোন দল যদি পাকিস্তান না আসতে চায় তাহলে আসবেনা সেটা তাদের মর্জি বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “সমালোচনা করার পরিস্থিতি তৈরি হলে নিশ্চই করব। আমরাই সমাধান খুঁজে নেব। কিন্তু এখন সবাই এক জোট হয়ে দল বেঁধে ওদের সমর্থন করি। কেউ পাকিস্তানে খেলতে আসতে না চাইলে আসবে না। কিন্তু আমাদের দল টি-২০ বিশ্বকাপে ভাল পারফর্ম করলে গোটা বিশ্ব আমাদের পিছনে ছুটবে খেলার জন্য। আমরা সকলে আছি আপনাদের সঙ্গে।”
এই মুহূর্তে পাকভূমে ক্রিকেটের জন্য পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। বিশেষত একের পর এক দল সিরিজ বাতিল করায় ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় আশঙ্কা। এমতাবস্তায় অনেক কিছুই নির্ভর করবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পারফরম্যান্সের উপর। আর কার্যত সেই দিকেই এখন তাকিয়ে থাকবে সকলে।