“দীর্ঘদিন ব্যাট হাতে কিছু করে দেখায়নি, নেতৃত্ব নিয়েও প্রশ্ন থাকছে”, রোহিতকে নিয়ে বিস্ফোরক ওয়াসিম জাফর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একটি আইসিসি প্রতিযোগিতা এবং আরও একবার হতাশ করলেও ভারতীয় দল। আশা জাগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ জিততে ব্যর্থ হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। খুব স্বাভাবিকভাবেই হতাশ ভারতীয় সমর্থকরা। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই এই ভারতীয় দলে বড় বড় পরিবর্তনের ডাক দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে লজ্জাজনকভাবে ১০ উইকেটে হার স্বীকার করতে হয়েছে ভারতকে তারপর কেউই আর চুপ করে থাকেননি।

প্রাক্তন ভারতীয় তারকা ওপেনার বীরেন্দ্র সেওবাগ স্পষ্ট করে বলে দিয়েছেন যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভারতীয় দলের বেশ কিছু তারকাকে তিনি আর দেখতে চান না। তাদের বদলে এখন থেকেই নতুন মুখদের সুযোগ দেওয়ার কথা বলেছেন এই তারকা ক্রিকেটার। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার রোহিত শর্মার বদলে হার্দিক পান্ডিয়া কে অধিনায়কত্ব দেওয়ার কথা বলেছেন যে দাবিকে অনেকেই সমর্থন জানিয়েছেন।

এবার রোহিত শর্মার বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও। পরের বিশ্বকাপে তার চেয়ে আর দলে থাকা উচিত না সেটা আরও অনেকের মতোই জাফরও স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গে রহিত শর্মার অধিগ্রহকত্ব নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন মুম্বাইয়ের এই প্রাক্তন ক্রিকেটার।

Wasim Jaffer retires

একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এই বিশ্বকাপে যা হয়েছে তারপর আর কোনোভাবেই রোহিত শর্মা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না। তার দলগঠন সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েও সমস্যা হয়েছে ভারতীয় দলের। অনেক সময় হাতে প্রচুর অপশন থাকলে আপনার ভুলভ্রান্তি ঘটে যায়। আমার মনে হয় রোহিতের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে।”

ইতিমধ্যেই রোহিত শর্মাকে অনেক ভারতীয় ক্রিকেট ভক্তই চলতি শতকের সবচেয়ে নিম্নমানের ভারতীয় অধিনায়কের আখ্যা দিয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে তিনি বড় সিদ্ধান্ত নিতে পারেননি বলে মন্তব্য অনেকের। সেই সঙ্গে ব্যাট হাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটি ছাড়া বাকি ম্যাচগুলিতে চূড়ান্ত ব্যর্থ তিনি। অনেকে তো ওডিআই বিশ্বকাপের আগে তাকে ওডিআই দল থেকে ছেটে ফেলার দাবিও জানিয়েছেন। যদিও সেই সম্ভাবনা খুবই কম।


Reetabrata Deb

সম্পর্কিত খবর