যতবার আম্পায়ারিং করেছেন এই আম্পায়ার হেরেছে ভারত, আজও থাকছেন তিনিই

বাংলা হান্ট ডেস্কঃ গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের কারণে এই মুহূর্তে ভারতের বিশ্বকাপ যাত্রা বেশ কিছুটা কঠিন হয়ে পড়েছে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেকোনও মূল্যে জয় পেতেই হবে বিরাট বাহিনীকে, না হলে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে যেতে পারে টিম ইন্ডিয়ার। যদিও কিছুটা আশার খবর হল, সাম্প্রতিক ইতিহাসের দিকে নজর দিলে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডেই পরাস্ত করেছিল ভারত।

কিন্তু বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে ভারতের রেকর্ড অত্যন্ত খারাপ, ২০০৩ সালের পর আইসিসি টুর্নামেন্টে একবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ভারতীয় দল। এই ম্যাচ নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে তখনই মজা করে এক অদ্ভুত টুইট করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। আসলে ভারত নিউজিল্যান্ডের এই ম্যাচে আম্পায়ার হতে চলেছেন রিচার্ড কেটেলবেরো। যে যে ম্যাচে তিনি আম্পায়ারিং করেছেন সেই সেই ম্যাচেই হেরেছে ভারত। শুধু তাই নয় ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকেও। আর সেই কারণেই তাকে নিয়ে এক মজার মন্তব্য করলেন ওয়াসিম।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করেছিলেন রিচার্ড কেটেলবেরো সেবার ছ’উইকেটে হার হয়েছিল ধোনি বাহিনীর। একইভাবে ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ার ছিলেন তিনি, সেবারও ৯৫ রানে পরাজিত হয় ভারত। শুধু এই দুবার নয় এর পরেও কেটেলবেরো যে যে গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারিং করেছেন তা হেরেছে ভারত, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সাত উইকেটে হার, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ১৮০ রানে পরাজয়, ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ রানে হার সবই ছিল এরই দৃষ্টান্ত।

https://twitter.com/WasimJaffer14/status/1454690077997551616?t=CwL15710hI3hqOFNxC5npw&s=19

তাই ওয়াসিম নিজের টুইটে একটি মিম শেয়ার করে লেখেন, ‘ভারতীয় সমর্থকদের হলোউইনের শুভেচ্ছা।’ মিমটিতে দেখা যায় উপরে রয়েছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আম্পায়ারদের তালিকা। তাতে কেটেলবরোর নাম চিহ্নিত করা রয়েছে। আর নীচে দেখা যায় কাঁদছে ভারতের দুই খুদে সমর্থক। সঙ্গে লেখা, ‘আমায় ক্ষমা করে দেবেন ওম সাই রাম।’ রীতিমতো দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে এই টুইটটি। এর নিচে নানাবিধ মন্তব্য করছেন নেটিজেনরা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর