ফ্রি-তে চলবে ইন্টারনেট! করতে হবে না রিচার্জও, এই App ডাউনলোড করে নিশ্চিন্তে দেখুন OTT

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ইন্টারনেট (Internet) ছাড়া রীতিমতো সবকিছুই অচল। পাশাপাশি, সময়ের সাথে সাথে একাধিক সব বিষয় উপলব্ধ হচ্ছে নেটমাধ্যমে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি পরিষেবার প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য কাজ করছে।

মূলত, SugarBox হল একটি ওপেন ক্লাউড পরিষেবা। পাশাপাশি, এটি হল একটি অ্যাপ ভিত্তিক পরিষেবাও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এটির সাহায্যে আপনি বিনামূল্যে OTT অ্যাপসগুলিকে উপভোগ করতে পারবেন। মূলত, SugarBox হল একটি অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ। যেটির সাহায্যে আপনি ইন্টারনেট ছাড়াই OTT অ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়াও, কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য অনলাইন পরিষেবাগুলিও এটির সাহায্যে ব্যবহার করা যেতে পারে।

কিভাবে ব্যবহার করবেন এটি:
* SugarBox অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
* এরপর প্রথমে মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে আপনাকে SugarBox অ্যাপের ওয়াই-ফাই কানেক্টিভিটি চালু করতে হবে।
* তারপর SugarBox-কে ওয়াই-ফাই-এর সাথে সংযুক্ত করতে হবে।
* এগুলি করার পরে আপনি ফ্রি-তে হাই কোয়ালিটি মিউজিক এবং শো উপভোগ করতে পারবেন।
* সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি স্মার্ট টিভি এবং ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন এই অ্যাপটি।

ওয়াই-ফাই চালানো যাবে ফ্রি-তে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, SugarBox ওয়াই-ফাই পরিষেবাটি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এটির মাধ্যমে একটি হাইপারলোকাল এজ ক্লাউড টেকনোলজি সলিউশন উপলব্ধ করা হবে। ইতিমধ্যেই আমাদের দেশে লঞ্চ হয়ে গিয়েছে এই সার্ভিস। উল্লেখ্য যে, এই ওয়াই-ফাই-এর রেঞ্জ হল ১০০ মিটার। যার ফলে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই OTT অ্যাপগুলিকে উপভোগ করতে পারবেন। এছাড়াও, এই পরিষেবার সাহায্যে, আপনি গেমিং এবং সোশ্যাল মিডিয়াও ব্যবহার করতে সক্ষম হবেন।

whatsapp image 2023 03 08 at 1.15.55 pm

মিলবে ইন-ফ্লাইট কানেক্টিভিটি: ইতিমধ্যেই একাধিক গ্রামীণ এলাকায় এই পরিষেবা চালু করা হয়েছে। এছাড়াও, এক্ষেত্রে ইন-ফ্লাইট পরিষেবাও দেওয়া হচ্ছে। যার ফলে আপনি হাজার হাজার ফুট উচ্চতায় ফ্লাইটেও ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এটি পাহাড়ি এলাকাতেও কাজ করতে সক্ষম। সর্বোপরি, শিক্ষাক্ষেত্রেও এই পরিষেবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর