দুধের শিশুকে কোলে নিয়ে রিকশা চালাচ্ছেন লড়াকু মা! ভাইরাল ভিডিও দেখে আবেগপ্রবণ নেটজনতা

বাংলা হান্ট ডেস্ক: ভার্চুয়াল দুনিয়ার যুগে আজ ভাইরাল শব্দটাই সবথেকে ভাইরাল একটা বিষয়। কাজের সূত্রে হোক বা মনোরঞ্জনের জন্য, টেক স্যাভি মানুষরা বেশিরভাগ সময়টাই থাকেন এইসব সোশ্যাল মিডিয়া (Social Media) প্লাটফর্মে। সেলিব্রেটি থেকে শুরু করে চেনা থেকে অচেনা, সমস্ত মানুষের ক্রিয়াকলাপই আসতে থাকে নিউজফিডে।

তারমধ্যেই যেসব ভিডিও (Viral Video) বা পোস্ট মানুষের নজর কাড়ে সেগুলি নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। বিনোদনমূলক বিষয় থেকে শুরু করে শিক্ষণীয় বিষয়, স্ট্রাগলিং ভিডিও, সবকিছুই থাকে এর মধ্যে। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একজন মহিলা তার দুধের শিশুকে বুকে নিয়েই ই-রিকশা চালাচ্ছেন।

সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা এক হাতে ই-রিকশার স্টিয়ারিং ধরে রয়েছেন। আর অন্য হাতে রয়েছে তার দুধের শিশু। তারপর মধ্যেই এক যাত্রী এসে রিকশা তে বসেন। এবং তারপরেই ই-রিকশা চালাতে শুরু করেন ঐ মহিলা। ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসছে কেজিএফ সিনেমার ‘নানা নি নারে নারে’ গানটি।

ভিডিওটি সামনে আসতেই ঝড়ের গতিতে শেয়ার করেছে লোকজন। ইতিমধ্যেই ৭ লাখেরও বেশি মানুষ দেখেছে এই ভিডিওটি। কমেন্ট বক্সেও উপচে পড়েছে ইউজারদের ভিড়। সকলেই কুর্ণিশ জানিয়েছেন এই লড়াকু মা-কে। এক ইউজার লিখেছেন, ‘আফটার অল মা তো মা। অন্য একজন ব্যবহারকারী এটিকে দিনের সেরা ভিডিও বলে মন্তব্য করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিকে নেটিজেনরা খুব পছন্দ করছেন। এই ভিডিওটি লেখার সময় পর্যন্ত এই ভিডিওটি 6 লাখের বেশি ভিউ পেয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও এই ভিডিওটিতে লাইক দিয়ে মন্তব্য করছেন। এক ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন‌।

https://twitter.com/khamosh_kalam/status/1676628470649225216?s=20

যদিও ভিডিওটি ঠিক কোন জায়গার তা নিশ্চিত করা সম্ভব হয়নি। বা এই লড়াকু মায়ের পরিচয়টাই বা কি সেটা সম্পর্কেও কোন তথ্য পাওয়া যায়নি। তবে সে যেখানকারই হোক না কেন, দিনশেষে একজন মা তো মা-ই হয়। যে তার সন্তানের জন্য সবরকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে রাজি। একথা বলাই বাহুল্য যে এই ভাইরাল মা গো দেশের লাখো মহিলার কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর