দু’দুটি বাঘকে নাস্তানাবুদ করে ছাড়ল পিচ্চি হাঁস, ভাইরাল হল দুই প্রাণীর লুকোচুরি খেলার ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাঘ আমাদের কাছে এক বিস্ময়কর প্রাণী। আজ অবধি প্রাণীটির জীবনযাপন, খাদ্যাভ্যাস, আকার-আয়তন ইত্যাদি নিয়ে গবেষণা প্রচুর হয়েছে। বাঘ অত্যন্ত চমৎকার শিকারি। কোনও মানুষ আজ পর্যন্ত বাঘের সামনে উপস্থিত হয়ে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন এমন ঘটনার উদাহরণ খুবই কম। বাঘের সামনে আসা সত্ত্বেও বেঁচে ফেরা মানুষরা তাদের পরবর্তী জীবনকে পুনর্জন্ম বলে মনে করে থাকেন। এহেন বাঘকে নাস্তানাবুদ করে ছাড়ছে একটি প্রাণী, এমন একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় কত ভিডিওই মানুষের চোখে পড়ে যা দেখে মানুষ সহজে ভুলতে পারে না। ভিডিওর বিষয়বস্তু যদি আকর্ষণীয় হয় তাহলে মানুষ ভিডিওটি শুধুমাত্র নিজে দেখেই সন্তুষ্ট হন না, তার পরিচিতদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউ টিউব সব মাধ্যমেই এখন এরকম নানান ভিডিও উপস্থিত থাকে যা মানুষের নজর কাড়তে। এক্ষেত্রে সম্প্রতি বাঘ এবং হাঁস সম্পর্কিত এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রোমাঞ্চিত হওয়ার পাশাপাশি মজাও পাচ্ছেন মানুষ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি জলাশয়ে একটি হাঁস একাকী সাঁতার কাটছে। জলাশয়ে একটি বাঘ ধীরে ধীরে হাঁসটির দিকে এগিয়ে যাচ্ছে। একটি বাঘ ওপরের চত্বরে পায়চারি করতে করতে গোটা ঘটনার দিকে নজর রাখছে। কিন্তু জলের বাঘটি যখনই হাঁসটির কাছাকাছি পৌঁছে যাচ্ছে তখনই হাঁসটি ডুব সাঁতারে বাঘটিকে বোকা বানিয়ে অন্য জায়গায় ভেসে উঠছে। এরকম ভাবে একাধিকবার বাঘটিকে হেনস্থা করে হাঁসটি।

ঘটনাটি দেখে খুব উপভোগ করেছেন নেটিজেনরা। তারা নানান রকম মন্তব্যেও ভরিয়ে দিয়েছেন পোস্টটির কমেন্ট বক্সে। কেউ কেউ বলেছেন বাঘটির উচিত শিক্ষা হয়েছে। আবার কেউ হাঁসটির দুর্দমনীয় সাহসের প্রশংসা করেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর