জল ছাড়ায় ভেঙেগেল অজয় নদীর ফেরিঘাট ব্যাহত যানচলাচল থেকে যাতায়াত

সনাতন গরাই,দুর্গাপুর:একদিকে বর্ধমান অপরদিকে বীরভূম জেলার মধ্যবর্তী সীমানা অজয় নদ।প্রত্যেক দিন প্রায় হাজার হাজার মানুষের যাতায়াত।যানচলাচলের অন্যতম রাস্তা এই ফেরিঘাট।ইলামবাজার সেতুর দুর্বল অবস্থার জন্য অন্যতম প্রধান রাস্তা হয়ে দাঁড়িয়েছে অজয় নদীর এই ফেরিঘাট।

প্রত্যেক বছর বর্ষায় ভেঙে যায় মাটির অস্থায়ী ব্রিজ।তারপর শুরু হয় বাঁশ কাঠের নড়বড়ে জেটি ও নৌকা পরিষেবা।জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সাধারণ মানুষ থেকে পড়ুয়াদের।প্রত্যেকদিন নদীর ঐপারে বীরভূম জেলার জয়দেব হাট বসে প্রত্যেকদিন প্রত্যেকদিন রুজি রোজকারের জন্য এই ফেরিঘাট পেরিয়ে হাজার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা বাজারে যায়।ব্যবসায়ীরা জানান ফেরিঘাট ভেঙে যাওয়াই যাতায়াত পরিষেবা বিচ্ছিন্ন।

2b09ff2d a43d 4c48 a323 3d1283804b06মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২০১৬সালে স্থায়ী ব্রিজের শিল্যানাস করেছিলেন।এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।এখন দেখার এই স্থায়ী ব্রিজের কাজ কতদূর এগোয়।

সম্পর্কিত খবর