কালী প্রতিমার চোখ থেকে গড়িয়ে পড়ছে জল, উপচে পড়া ভিড় বহরমপুরের মন্দিরে

গনেশ প্রতিমা (ganesh idol) নাকি দুধ খাচ্ছে ৯০ এর দশকের মাঝামাঝি এই গুজব ঘিরে হই চই পড়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। সেই স্মৃতি ফিরে এল ২৫ বছর পর। এক কালী প্রতিমার (kali idol) চোখ দিয়ে গড়িয়ে পড়া জল ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে বহরমপুরে (berhampur)।

IMG 20201229 112457

   

জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার থেকেই বহরমপুরের কৃষ্ণমাটি ছয়ঘড়ি পূর্বপাড়ায় এক কালী প্রতিমার ডান চোখ থেকে গড়িয়ে পড়ছে জল, এমনটাই দাবি এলাকার মানুষের। খবর ছড়িয়ে পড়তেই হু হু করে মন্দির চত্বরে ভিড় জমান ভক্তের দল। শুরু হয়ে যায় পুজা অর্চনা। দেবী মার চোখে জল দেখে আকুল হয়েছেন অনেকেই।

গতকাল সকালেই এই মন্দিরে হাজির হন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তারা মনে করেন এই চোখ থেকে জল পড়ার ঘটনার গনেশের দুধ খাওয়ার মতোই কোনো বৈজ্ঞানিক ব্যাখা রয়েছে। যদিও সেই তত্ত্ব মানতে রাজি নন ভক্তকুল। তাদের মতে, ‘মা কোনো কারনে দুঃখ পেয়েছেন, আর তাই মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ছে জল’

এরকম অলৌকিক ঘটনা প্রায়ই শোনা যায় দেশের বিভিন্ন প্রান্তে। অনেক ক্ষেত্রেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে নতুন ব্যাবসা ফাঁদে ধর্মের ধ্বজাধারীরা। আবার অনেক ক্ষেত্রে অজান্তেই কোনো সাধারণ ঘটনা ঘিরেই ছড়িয়ে পড়ে গুজব। কুসংস্কারের বশে অনেকেই সেখানে ভিড় জমান৷

 

সম্পর্কিত খবর