চাঁদের মাটিতে জল! এমনই বড় সড় ঘোষণা করল নাসা। এর আগে চাঁদে হাইড্রোজেনের অস্তিত্বের খোঁজ পাওয়া গেলেও চাঁদের মাটিতে জলের কোনো অস্তিত্ব মেলেনি। এবার চাঁদের সূর্যালোকিত পৃষ্ঠে জল পাওয়ার খবর নিজেদের টুইটার একাউন্ট থেকে পোস্ট করে দুনিয়াকে চমকে দিল নাসা৷
নাসা-র স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনোমি (সোফিয়া) এই জল থাকার বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে চাঁদের ক্লেভিয়াস ক্রেটারে জলের অনু (H2O) এর সন্ধান পাওয়া গিয়েছে। জানিয়ে রাখি, চাঁদের দক্ষিণ গোলার্ধের ক্লেভিয়াস ক্রেটার অন্যতম একটি বৃহৎ দৃশ্যমান গহ্বর।
নিজেদের ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে নাসা জানিয়েছে, আমরা সবেমাত্র এটি ঘোষণা করেছিলাম – প্রথমবারের জন্য – আমরা H2O নিশ্চিত করেছি চাঁদের সূর্যালোকিত অঞ্চলে। এটি ইঙ্গিত দেয় যে চন্দ্রের পৃষ্ঠ জুড়ে জল বন্টিত রয়েছে।
https://twitter.com/NASAMoon/status/1320763660629807106?s=20
চন্দ্রপৃষ্ঠে জলের খোঁজ নিঃসন্দেহে এখনো পর্যন্ত মহাকাশ গবেষণার অন্যতম সেরা সাফল্য। এই আবিস্কার চাঁদে প্রাণের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিল।
প্রসঙ্গত, নাসা আগেই জানিয়েছিল ২০২৪ সালের মধ্যেই একজন পুরুষ ও একজন নারী চাঁদের মাটিতে পা রাখবেন। নাসার তৈরি আরিয়ান মহাকাশ যানে করে তারা নামবেম চাঁদের দক্ষিণ মেরুতে।
এই অভিযানের জন্য খরচ পড়বে ২৮ বিলিয়ন মার্কিন ডলার। জানা যাচ্ছে, ১৬ কোটি ডলার খরচ করে তৈরি হবে লুনার ল্যান্ডিং মডিউল। এই মুহুর্তে তিনটি আলাদা প্রোজেক্ট এই কাজে ব্যাস্ত বলে জানিয়েছে নাসা।
এই মহাকাশ যান ওরিয়ান নিয়ে বেশ কয়েকটি পরীক্ষা করবে বলেও জানা যাচ্ছে। আগামী বছর নভেম্বর মাসেই প্রথম পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপিত হবে ওরিয়ান। জানা যাচ্ছে, এই পরীক্ষামূলক উৎক্ষেপণে কোনো মানুষ অংশগ্রহণ করবেন না