বহু কোটি বছর আগে মঙ্গলে জল ছিল। কিন্তু পরে মঙ্গল গ্রহ তার চৌম্বকত্ব হারালে সেই জল ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যায় বলে মনে করেন অনেকেই। কিন্তু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে নাসা ( NASA ) জানিয়েছে এই লাল গ্রহ এখনও তার ৯৯ শতাংশ জল ধরে রাখতে পেরেছে।
তবে কোথায় সেই জল ? এ প্রশ্নের জবাবে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের পিঠে ছড়ানো নানা ধরণের খনিজের অন্তরে, অন্দরে তা লুকিয়ে আছে। অর্থাৎ মঙ্গলের জল ( Water in Mars ) কোথাও উধাও হয়নি বলে মত বিজ্ঞানীদের। সম্প্রতি নাসার প্রকাশিত গবেষণায় দাবি করা হয়, লাল গ্রহের ৩০ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত জল ওই সমস্ত খনিজগুলির মধ্যে লুকিয়ে রয়েছে।
এমনকি প্রায় ৩০০ কোটি বছর আগে মঙ্গলে ( Mars ) ১০০ থেকে ১৫০০ মিটারের মহাসাগরও ছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তার কিছু পরিমান জল উবে গেলেও বেশিরভাগ এখনও লাল গ্রহের ( Red Planet ) রুক্ষ শুষ্ক মাটির অন্দরেই নিহিত আছে।
আন্তর্জাতিক গবেষণা পত্রিকা ‘সায়েন্স’-এ প্রকাশিত নাসার গবেষণা পত্র থেকে জানা যাচ্ছে যে, মঙ্গলের পিঠের নীচে কিছুটা জল বরফ আকারে জমে আছে আর বাকিটা রয়েছে মঙ্গলের পিঠে ছড়ানো খনিজের অন্দরে। বিজ্ঞানীদের এই গবেষণা লাল গ্রহের মাটিতে নামা বিভিন্ন ল্যান্ডার ও রোভারের পাঠানো তথ্যাদির উপর ভিত্তি করে প্রকাশিত।
কিন্তু চৌম্বকত্ব হারানোর পরও মঙ্গল গ্রহ কীভাবে তার জল ধরে রাখতে পেরেছে ? তার উত্তরে জানানো হয়েছে, যে ধরনের জলের অণুর হাইড্রোজেন পরমাণুর অন্দরে শুধুমাত্র একটি প্রোটন রয়েছে। তুলনায় হাল্কা ওজনের সেই জল মঙ্গলের দুর্বল অভিকর্ষ বলের টান উপেক্ষা করে সময়ের সঙ্গে সঙ্গে উধাও হয়ে গিয়েছে। যেহেতু গ্রহের বায়ুমণ্ডলে হালকা পদার্থ দ্রুত বেরিয়ে যায়। কিন্তু লাল গ্রহে ধরে রেখেছে ভারী জলকে। যার অনেকাংশ অতি ঠান্ডায় বরফের আকারে জমে রয়েছে।