আবারও উন্নয়ন নিয়ে উঠলো প্রশ্নঃ, সল্টলেকে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক

সল্টলেক জলের ট্যাঙ্ক ভেঙ্গে বড় বিপর্যয় ঘটে গেলো। এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩৩ হাজার লিটারের জলের ট্যাঙ্ক। এর আগে সম্ভবত এতো বড় ঘটনা ঘটেনি, কারন ছোট খাটো টয়াঙ্ক ভাঙ্গার ঘটনা প্রকাশ্যে এলেও এই ঘটনা একদমই অনভিপ্রেত ছিলো।

আর এই ট্যাঙ্ক ভেঙ্গে যাওয়ার ফলে বিপাকে পড়েছে এলাকার বাসিন্দারা । একে জলের হাহাকার , অন্যদিকে জলের ট্যাঙ্ক ভেঙ্গে জলের ছড়াছড়ি। সব মিলিয়ে একটা খারাপ পরিস্থিতি হয়েছে ওই এলাকায়।ATTআর এই সমস্যা নিয়ে ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।এদিন সকাল সাড়ে আটটা নাগাদ সল্টলেকের সিসি ব্লকে পি অ্যান্ড টি আবাসনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। ভাঙ্গার শব্দে এলাকা কেপে ওঠে। আর তার পরেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

ট্যাঙ্কের পরিস্থিতি খুবি খারাপ থাকার কারনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকার লোকেরা। কারন এর আগে অনেক বার বলেও লাভ হয়নি।ীভাবে অনেকদিন ভাঙ্গা অবস্থায় পড়ে ছিলো ট্যাঙ্ক। আর এই দিন সকালে আচমকা ভেঙ্গে পড়ায় শুরু হয় বিপত্তি। তবে এই ঘটনায় তেমন করে কেউ আহত হন নি। আর এলাকার পরিস্থিতি এখন আগের থেকে স্বাভাবিক । আর তাড়াতাড়ি টয়াঙ্ক মেরামত করা হচ্ছে।

 

 

সম্পর্কিত খবর