মালদ্বীপের মতোই সাজিয়ে তোলা হবে লাক্ষাদ্বীপকে, ৮০০ কোটি টাকায় তৈরি হবে উন্নত মানের ভ্রমনস্থল

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সমুদ্রের ধারে আইল্যান্ডের ছুটি উপভোগ, কথাটা ভাবলেই এতদিন আমাদের মনে পড়তো মালদ্বীপের (Maldives) কথা। মালদ্বীপের ওয়াটার ভিলা রীতিমতো পর্যটকদের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার ভারতের লাক্ষাদ্বীপেও (Lakshadives) একইভাবে শুরু হতে চলেছে ওয়াটার ভিলা প্রোজেক্ট। এই প্রোজেক্ট জায়গাটিকে পর্যটকদের কাছে যে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে তা বলাই বাহুল্য।

জানা গিয়েছে, এই প্রোজেক্টের জন্য ইতিমধ্যেই বিজ্ঞানীদের পরামর্শ নেওয়া শুরু হয়েছে, জাতীয় জলজ জীবনের কোনও রকম কোনও ক্ষতি না হয় এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না হয় তার জন্যই এই সিদ্ধান্ত। এই প্রকল্পে খরচ হতে চলেছে প্রায় ৮০০ কোটি টাকা। লাক্ষাদ্বীপের মিনিকয়, সুহেলী এবং কাডমাট আইল্যান্ড এই তিনটি ভিলা তৈরীর পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই এর জন্য টেন্ডারও ফ্লোট করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতি আয়োগ (Niti Aayog) উল্লেখিত ইকো ট্যুরিজমকে প্রাধান্য দিতেই এই পরিকল্পনা। সুহেলীতে তৈরি হবে ১১০ টি রুম বিশিষ্ট একটি ভিলা যার খরচ হতে চলেছে আনুমানিক ২৪৭ কোটি টাকা, কাডমাটে যে ওয়াটার ভিলাটি নির্মিত হবে তার খরচ আনুমানিক প্রায় ২৪০ কোটি টাকা, এতেও থাকবে ১১০টি রুম। সবচেয়ে বড় ভিলাটি নির্মিত হতে চলেছে মিনিকয় আইল্যান্ডে। ১৫০ টি রুম বিশিষ্ট এই ভিলাটি নির্মাণে খরচ পড়বে প্রায় ৩১৯ কোটি টাকা।

ন্যাশনাল সেন্টার ফর সাসটেইনেবল কোস্টাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগামী দিনে ভিলাগুলির রুম সংখ্যা আরও বাড়াতে চায় তারা। এর জন্য সিআরজেড সহ অন্যান্য ক্লিয়ারেন্স নিয়েও কথাবার্তা চলছে। জানা গিয়েছে এটি মূলত নীতি আয়োগের একটি অ্যাংকার প্রোজেক্ট। এই প্রকল্প সফল হলে আগামী দিনে আরও বেশকিছু অভিনব পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন তারা।

 

সম্পর্কিত খবর

X