NRC তালিকায় নাম থাকলেই ‘সাচ্চা ভারতীয়” হয়ে যাবেন না! প্রমাণ করার উপায় বাতলে দিলেন হিমন্ত

বাংলাহান্ট ডেস্ক : আবারও বিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (CM of Assam Himanta Biswa Sarma) তিনি বলেন, নাগরিকত্ব প্রমাণের জন্য এনআরসি (NRC) তালিকায় নাম তোলাটাই যথেষ্ট নয়। নিজেকে ভারত মাতার সাচ্চা সন্তান হিসাবে প্রমাণ করার জন্য ওড়াতে হবে জাতীয় পতাকা (Indian National Flag)। বুধবার এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি আরও জানান ১৩ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত কেউ যেন জাতীয় পতাকা ওড়াতে না ভোলে।

কিভাবে জাতীয় পতাকা ওড়াবেন সে বিষয়েও নিদান দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন সবাই তাঁদের নিকটবর্তী রেশন দোকানে যান। মাত্র ১৬ টাকা দিয়ে তেরঙা পতাকা কিনে আনুন। এটা কিন্তু বিনামূল্যে দেওয়া হবে না। কারণ প্রকৃত ভারতীয়রা অন্যের দেওয়া জাতীয় পতাকা ওড়ায় না। নিজেরা জাতীয় পতাকা কিনে ওড়ায়।

উদলগিরি সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিকে অসম সরকার ইতিমধ্যেই লক্ষ্য ঠিক করেছে মোট ৮ মিলিয়ন জাতীয় পতাকা ওড়ানো হবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে অসম সরকার।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আরও জানান ‘কেউ বলেন এনআরসিতে নাম তোলা মানেই নিজেকে ভারতীয় হিসাবে প্রমাণ করা হয়ে গেল। সেই তালিকায় নাম থাকা মানে আপনি আইনগতভাবে ভারতবাসী হলেন এটা ঠিক। কিন্তু জাতীয় পতাকা ওড়ানো ও ভারতকে নিজের মাতৃভূমি হিসাবে মনে করা এবং ভারতের প্রতি নিজের আবেগকে প্রকাশ করাই সাচ্চা ভারতীয় হওয়ার একমাত্র নির্দশন।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর