জমি ও বাড়ির কোন দিকে রাস্তা থাকলে শুভ, কোন দিকেই বা অশুভ? জেনে নিন কি বলছে বাস্তুশাস্ত্র

বাংলাহান্ট ডেস্ক : বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি দিকের আলাদা আলাদা মাহাত্ব রয়েছে। যেমন বাড়ির ও জমির উত্তর দিকে রাস্তা থাকলে সে জমির বসবাসকারী ও পরিবারে আনন্দ ও শান্তি থাকে।

career rashifal 28 april 1651105189

কোনদিকে রাস্তা থাকলে কিরকম ফল দেয়?

উত্তর দিকে রাস্তা আছে এমন জমিকে বাস্তুশাত্র মতে মায়ের স্থানও বলা হয়। দক্ষিণ দিকে রাস্তা আছে এমন জমি কে বাস্তুশাস্ত্র মতে অশুভ বলা হয়। এ ধরণের জমিতে বসবাসকারী পরিবারে ঝগড়া ও অশান্তি লেগেই থাকে। এখানে বসবসকারী পরিবারের গৃহস্বামীর স্বভাব অগ্নিসম অর্থাৎ ক্রুদ্ধ স্বভাব হয়। এ ধরণের জমিতে অফিস, কারখানা ও ব্যবসা ইত্যাদি করলে তাতেও সাফল্য আসে না। তবে এক্ষত্রে বলা দরকার, যদি জমির দক্ষিণ দিকে রাস্তা থাকে তাহলে বাস্তু মতে তার একটি নির্দিষ্ট স্থান আছে সে অনুযায়ী প্রধান প্রবেশ দ্বার করলে দক্ষিণে রাস্তাযুক্ত জমিও শুভ হতে পারে।
পূর্ব দিক কে বাস্তুশাস্ত্র অনুযায়ী বংশের দিক বলি। পূর্ব দিকে রাস্তাযুক্ত জমিতে বসবাসকারীদের আয়ু দীর্ঘায়ু হয় ও বংশ পরম্পরা সুষ্ঠভাবে এগিয়ে চলে। জমির পশ্চিম দিকে রাস্তা গৃহস্বামীকে মান, যশ ও সাফল্য প্রদান করে। যে জমির রাস্তা দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম, সেই জমি ব্যবসায়ী ও চিকিৎসকদের জন্যে শুভ। যদি রাস্তা জমির উপর এসে শেষ হচ্ছে, সে ধরনের জমি কে অশুভ বলা হয়। বাস্তুশাস্ত্র মতে এ ধরণের জমি কে দিশা ভেদ ও দিক শুল জমি বলা হয়। জমি ও বাড়ি করার আগে জমির রাস্তা কোন দিকে সেটা দেখে জমি ও বাড়ি করবেন।

Untitled design 2022 06 25T184358.517

মনে রাখবেন ব্যাস্তশাস্ত্র হলো এনার্জি ম্যানেজমেন্ট যা শরীর ও মনকে সুস্থ রাখে।বাস্তুশাস্ত্র মতে দু দিকে রাস্তা যেমন উত্তর ও দক্ষিণ দিকে যদি রাস্তা থাকে তাহলে এই জমি কে উত্তম জমি বলা হয়। কিন্তু এধরণের জমি তে প্রধান প্রবেশদ্বার বাস্তুমতে করা উচিত তার কারণ হলো এই শাস্ত্র কিন্তু সিভিল ও আরকিটেকচার ইঞ্জিনিইয়ারিং, তাই প্রধান প্রবেশদ্বার নির্দিষ্ট স্থানে হওয়া উচিত নাহলে সঠিক পসিটিভ এনার্জি ম্যানেজমেন্ট হবেনা।পূর্ব ও পশ্চিম দিকে রাস্তা জমি কে ও উত্তম জমি বলা হয় কিন্তু প্রবেশ দ্বার বাস্তুশাস্ত্র মতে নির্দিষ্ট স্থানে হওয়া উচিত।

Health,Happiness & Prosperity is not by chance it can be chosen, so minding ur body & mending ur mind.

Pandi Shri Kalpataru
Astro-Vastu Expert
Contact – 9062068595/7003191678

Sudipto

সম্পর্কিত খবর