বাংলাহান্ট ডেস্কঃ আমাদের মধ্যে অনেকেই শুনেছেন যে তাদের জীবনে শনির (Shani dev) সাড়ে সতি দশা (Sade sati phase) চলছে। এই কথা শুনলে অনেকেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শাস্ত্রজ্ঞদের কছে এর বিধান চাইতে গেলে, অনেকে অনেক রকম বিধান দেন। তবে আপনার জীবনেও যদি এইরকম কোন সমস্যা তৈরি হয়, তাহলে একেবারেই ভেঙ্গে পড়বেন না। ঠাণ্ডা মাথায় কয়েকটি প্রতিকার মেনে চললেই জীবনে ফিরবে সুদিন।
শনির (Shani dev) সাড়ে সতি দশা এই সময়কাল হল- শনি গ্রহের জন্মকালীন অবস্থায় চন্দ্র রাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করা। মানুষের জীবনে শনির এই তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর। এই সময়ে মানুষ শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে।
এই সমস্যা থেকে প্রতিকারের উপায় হল-
- শিব চল্লিশা, হনুমান চল্লিশা, দূর্গা চল্লিশা পাঠ করতে হবে।
- বৃদ্ধ মানুষকে সেবা করলে এই দোষ কেটে যায়।
- সকালে ভাত রান্না করে সেই ভাত খাওয়ার আগেই কাকের নিমিত্তে তা অর্পণ করুন এবং কাককে দিয়ে খাওয়ালে এই দোষ থেকে মুক্তি লাভ সম্ভব।
- প্রতি শনিবার করে নিরামিষ আহার করতে পারেন।
- সকালে কালো কুকুরকে গুড় রুটি খাওয়াতে পারেন।
- কালো তিল দিয়ে ৪৪ দিন স্নান করেল এই দশা থেকে মুক্তি লাভ হতে পারে।
- দিনের শুরুতে বাড়ির গুরুজনদের প্রণাম করে কাজ শুরু করুন।
- পারলে প্রতি শনিবার করে শিব ঠাকুরের পুজো করতে পারেন।
শনি (shani dev) প্রণাম মন্ত্র- এই মন্ত্র উচ্ছারণ করলেও, এই দশা থেকে মুক্তি লাভ সম্ভব।
নীলাঞ্জন চয় প্রখ্যাং রবিসূত মহাগ্রহম।
ছায়ায়া গর্ভসম্ভুতঃ বন্দে ভক্ত্যা শনৈশ্চয়ম।