রঙ খেলতে গিয়ে মোবাইলে জল ঢুকে গেলে চিন্তা নেই, করে ফেলুন এই কাজ! হবে মুশকিল আসান

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে আমাদের জীবনে মোবাইল ফোন-এর গুরুত্ব যে কতটা অপরিসীম তা আর বলে দিতে হয় না। অনেকের work-from-home হোক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস; মোবাইল ফোনের স্ক্রিনে ভরসা ছোট থেকে বড় সকলেরই। কিন্তু সমস্যা হচ্ছে, এখনকার দিনের স্মার্টফোন গুলি খুব কম দিনে খারাপ হয়ে যেতে পারে যদি আপনি সেটির ঠিকঠাক যত্ন না নেন। যেমন মোবাইলটা হাত থেকে পড়ে যাওয়া কিংবা মোবাইলে জল ঢুকে যাওয়া। আজ আমরা আলোচনা করব, মোবাইলের মধ্যে জল ঢুকে গেলে কি করে মোবাইলটি আপনি আবার পুনরায় ঠিক অবস্থায় ফিরে পাবেন তা নিয়ে।

বাঙালির প্রিয় উৎসব এবং সর্বোপরি গোটা ভারতবর্ষের রঙের উৎসব ‘দোল’ আসছে এবং প্রায় প্রতিটি মানুষ এদিন সকাল হতে বেরিয়ে পড়ে আবির সহ রঙিন খেলায় সকলের সাথে মাততে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ভুল মানুষ যা করে ফেলে তা হলো নিজের মোবাইলটি অরক্ষিত রাখা এবং এর ফলে ভুল করে মোবাইলের মধ্যে জল ঢুকে গেলে অবাক হওয়ার কিছু থাকেনা। তবে শুধু এই উৎসবে নয় এছাড়া একাধিক সময় ভুলবশত আপনার মোবাইলের ভিতর জল পড়তে পারে এবং তার ফলে মোবাইলটি সাময়িকভাবে বন্ধ কিংবা কাজ করা বন্ধ করে দিতে পারে।

এখন প্রশ্ন হলো, এর ফলে আপনি স্মার্টফোনটি দোকানে দিয়ে হাজার হাজার টাকা নষ্ট করবেন নাকি নিজেই কয়েকটি দারুন পদ্ধতিতে বাড়িতে বসেই মোবাইলটি আবার পুনরায় পূর্ব অবস্থায় ফিরে পাবেন। আজকে সেই সকল পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। মোবাইলের ভেতর জল ঢুকে গেলে প্রথমেই আপনার কি করনীয় বলে রাখি। প্রথমে জল ঢুকে যাওয়ার সাথে সাথে আপনি মোবাইলটি দেরি না করে সুইচ অফ করে দিন। একবার সুইচ অফ করা হয়ে গেলে আপনি মোবাইলটি পুনরায় চালু করবেন না কিংবা কোন সুইচ এ হাত দেবেন না এর ফলে শর্ট-সার্কিট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে।

মোবাইলটি সুইচ অফ করে দেওয়ার পর আপনি মোবাইলটিকে ঘরে চলন্ত পাখা কিংবা আপনার হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন এবং একবার শুকিয়ে গেলে একটি স্বচ্ছ কাপড় দিয়ে মোবাইলে লেগে থাকা জল পরিষ্কার করে নিন।

এসব ছাড়াও আপনার মোবাইলটিকে শুকনো চালের ভিতর রেখে দিতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে মোবাইলটির চার্জিং পয়েন্ট কিংবা হেডফোনের জ্যাক লাগানোর পয়েন্ট এসব জায়গার ভেতর যেন চাল প্রবেশ না করে এবং শুকনো চালের ভিতরে মোবাইলটি প্রায় 24 ঘন্টা রাখার পর সেটিকে তুলে নিন। আশা রাখা যায়, এর ফলে আপনি মোবাইলটি পুনরায় আগের অবস্থায় ফিরে পাবেন। এটি হলো একটি অত্যন্ত জনপ্রিয় এবং সহজ একটি পদ্ধতি। তবে আপনি যদি এসব সমস্যা এড়াতে চান তবে মোবাইলে একটি স্ক্রিন গার্ড লাগিয়ে রাখুন যা মার্কেটে সহজে পাওয়া যায় এবং এর ফলে আপনার মোবাইলটি সুরক্ষিত থাকবে আর যদি তা করতে ভুলে যান তবে কাজে লাগান এই ঘরোয়া টোটকা।


Sayan Das

সম্পর্কিত খবর