রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো! বাজেটে কত শতাংশ DA বাড়ছে? সামনে নয়া আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ প্রতি বছর দফায় দফায় ডিএ (Dearness Allowance) বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগামী বছর আসছে অষ্টম পে কমিশনও। এদিকে বাংলার সরকারি কর্মীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন। তাদের কোনো দাবিই পূরণ হয়নি। তবে এবার সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর! বাজেটেই ডিএ (DA) বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে।

কতটা বাড়তে চলেছে ডিএ (Dearness Allowance)?

বাজেটে ডিএ তো বাড়বে, কিন্তু কত শতাংশ? কেন্দ্রের সাথে কতটা ফারাক মিটবে? রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ থেকে ছয় শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হতে পারে। এই মুহূর্তে এই বিষয়ে অর্থ দফতরের অভ্যন্তরে আলোচনা চলছে। কনফার্ম কিছু জানা যায়নি। সরকার তরফেও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, পরপর দু’বার আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারেও কি তেমন কিছু হতে পারে? আশায় সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে ডিএ (DA) পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।

২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। গত বছর অর্থাৎ ২০২৪ সালের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানো হয়েছিল। সবমিলিয়ে ১৪ শতাংশে পৌঁছেছে ডিএ। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।

allowance hike

আরও পড়ুন: একলাফে কমল ৫ ডিগ্রি! আরও শীত বাড়বে দক্ষিণবঙ্গে? বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

এদিকে ফের ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রসঙ্গত, বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এবারে ফের ৩-৪ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে বলে জল্পনা চলছে। তার আগে রাজ্য ডিএ না বাড়ালে আরও বাড়বে কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার ব্যবধান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর