আমার নাম এম. মণ্ডল, পুলিশ অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়া সায়নীকে বললেন ASI

বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ চলছে। এই দফায় রাজ্যে কলকাতা সহ ৫ জেলার ৩৬টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। এই ৩৪টি আসনের মধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী এবং তারকা প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হবে আজ। এরমধ্যে তৃণমূলে তারকা প্রার্থী সায়নী ঘোষেরও নাম রয়েছে। তিনি আসানসোল দক্ষিণ কেন্দ্রে ঘাসফুল প্রতীকে লড়ছেন। ওনার বিপরীতে রয়েছে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল।

সকাল থেকেই তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে নিজের কেন্দ্রের একের পর এক বুথে পরিদর্শন করতে দেখা যায়। আরেকদিকে, অগ্নিমিত্রা পালও গোটা বিধানসভা কেন্দ্র চষে বেরাচ্ছেন। তবে আজকের এই ভোটপর্বের মধ্যে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ।

w

প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে ভিড় জড় হওয়ায় সেই ভিড় হটানোর নির্দেশ দেন পুলিশ অফিসার। তখন সায়নী ঘোষ ওই পুলিশ অফিসারের কাছে নাম জানতে চান। পুলিশ আধিকারিক সায়নী ঘোষকে বলেন, ‘মাই নেম ইজ এম মণ্ডল। অ্যাসিস্টেন্ট সাবইন্সপেক্টর অফ পুলিশ।

Koushik Dutta

সম্পর্কিত খবর