পঞ্চম দফার নির্বাচনে কড়া মুডে কমিশন, ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে বাংলায়

বাংলাহান্ট ডেস্কঃ পঞ্চম দফা নির্বাচনে কড়া মুডে নির্বাচন কমিশন (Election Commission)। চতুর্থ দফায় শীতলকুচির ঘটনা এখনও দগদগে ঘায়ের মত। তাই সবদিক বিবেচনা করেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) সংখ্যা বাড়াল নির্বাচন কমিশন। মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলেও, রাজ্যে মোতায়েন থাকবে ৮৫৩ কোম্পানি বাহিনী।

শনিবার পঞ্চম দফায় রাজ্যের ৬টি জেলার ৪৫টি আসনে নির্বাচন পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু এরই মধ্যে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা বিধি নিষেধ মেনেই রাজ্যে চলবে পঞ্চম দফা নির্বাচন। তবে এই পঞ্চম দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলেও, রাজ্যে মোতায়েন থাকবে ৮৫৩ কোম্পানি এবং রিজার্ভ বেঞ্চে থাকবে বাকি বাহিনী- এমনটা জানা গিয়েছে।

813816 elections gujarat reuters 122217

শনিবারের নির্বাচনে অংশ নিচ্ছেন- চিরঞ্জিত চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, ব্রাত্য বসু, সব্যসাচী চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, মদন মিত্র, তাপস রায়, রাজু বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, পার্নো মিত্র, রাহুল সিনহা, অদিতি মুন্সি, শমীক ভট্টাচার্য সহ আরও বিশিষ্ট নেতৃত্বরা।

পঞ্চম দফা নির্বাচনে বুথের সংখ্যা ১৫,৭৮৯ এবং প্রতিটি সেক্টর অফিসে একজন করে এএসআই ও ৪ জন করে কনস্টেবল থাকবেন। সেইসঙ্গে বারাসতে থাকছে ৬৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬১ কোম্পানি ব্যারাকপুরে, ১০৭ কোম্পানি থাকছে বসিরহাটে, বিধান নগরে থাকবে ৪৬ কোম্পানি, কৃষ্ণনগরে থাকবে ১১ কোম্পানি, ১৫৫ কোম্পানি বাহিনী থাকবে পূর্ব বর্ধমানে, রানাঘাটে থাকছে ১৪০ কোম্পানি বাহিনী, শিলিগুড়িতে ৫৩ কোম্পানি থাকবে, দার্জিলিংয়ে থাকছে ৬৮ কোম্পানি, ১২২ কোম্পানি বাহিনী থাকবে জলপাইগুড়িতে, ২১ কোম্পানি থাকছে কালিম্পংয়ে।

b64ca241 6622 4cdc 87ab 007588465368

পঞ্চম দফায় ৬টি জেলার ৪৫টি আসনে নির্বাচন হবে, যার মধ্যে উত্তর ২৪ পরগণার ১৬ আসন, পূর্ব বর্ধমানের ৮ আসন, নদিয়ার ৮ আসন, উত্তরবঙ্গে কালিম্পংয়ের ১ আসন, দার্জিলিং এবং জলপাইগুড়িতে সব আসনে নির্বাচন হবে।


Smita Hari

সম্পর্কিত খবর