বাংলাহান্ট ডেস্কঃ ভোট প্রচারে মঙ্গলবার গোসোবায় জনসভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের তুলোধোনা করতে ছাড়েননি ডায়মন্ড হারবারের সাংসদ। কিন্তু তাঁর জনসভা শেষেই গোল বাঁধল এলাকায়। বিজেপি (bjp) কর্মীদের উপর মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (tmc) দিকে। স্বাভাবিক ভাবেই এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলা গোসাবা বিধানসভা বিপ্রদাসপুরের। স্থানীয় সূত্রে খবর, গোসোবায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হতেই তৃণমূলের সদস্যরা বিজেপি কর্মীদের উপর হামলা করে। সেইসময় সাধারণ মানুষের বাড়িতে ভোট প্রচার করে ফিরছিলেন বিজেপি কর্মীরা।
শুধুমাত্র পুরুষ বিজেপি কর্মী নয়, মহিলাদেরকেও মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হন বিজেপি কর্মী দুলাল চন্দ্র খাঁ। প্রথমে তাঁকে প্রথমে গোসোবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।