বাংলাহান্ট ডেস্কঃ বুধবার নন্দীগ্রামের মনোনয়ন শেষে পায়ে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তৎক্ষণাৎ তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। পায়ে আঘাত লাগার কারণে তাঁর পা ফুলে যায়, শ্বাসকষ্টও হয় মুখ্যমন্ত্রীর।
৫ চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন করে দ্রুত মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু করা হয়। মুখ্যমন্ত্রীর আরোগ্য লাভের কামনায় প্রচুর সংখ্যক তৃণমূল সদস্যরা হাসপাতালের বাইরেই দাঁড়িয়েছিলেন।
#WATCH West Bengal CM Mamata Banerjee brought to SSKM Hospital, Kolkata pic.twitter.com/8KVoBOPkHj
— ANI (@ANI) March 10, 2021
গতকাল রাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এমআরআই করার জন্য় বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। সেই সময় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘পায়ে গুরুতর চোট ও চিড় রয়েছে। এমআরআই করার জন্য নিয়ে যাওয়া হয়েছে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে। এখন আমরা মেডিক্যাল রিপোর্টের অপেক্ষা করছি।’
এমআরআই করার পর গতকাল রাতেই আবার এসএসকেএমে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। সেখানে উপস্থিত ছিলেন- অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, পার্থ চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাসও। সেখানে উপস্থিত তৃণমূল নেতা চিকিৎসক শান্তনু সেন জানান, ‘লিগামেন্টে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সফট টিস্যু ইনজুরি হয়েছে। এমনকি পায়ের পাতায় চিড়ও রয়েছে তাঁর’।