বাংলা হান্ট ডেস্কঃ দল পরিচালনায় তিনিই শেষ কথা! সম্প্রতি সেটা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘কে কী বলছেন জানার দরকার নেই। দল পরিচালনায় আমিই শেষ কথা’, সোমবার বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বলেন তৃণমূল সুপ্রিমো। এরপরেই জানা গেল, তৃণমূলের বিধায়কদের নিয়ে খোলা হয়েছে একটি হোয়্যাটসঅ্যাপ গ্রুপ।
মমতার (Mamata Banerjee) বৈঠকের পরেই গঠিত হয়েছে এই গ্রুপ!
গতকাল বিধানসভায় পরিষদীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তৃণমূল (Trinamool Congress) বিধায়কদের নিয়ে একটি হোয়্যাটসঅ্যাপ গ্রুপ খোলার কথা বলা হয় বলে খবর। জানা যাচ্ছে, সেই বৈঠক শেষ হওয়ার পরেই দলের বিধায়কদের নিয়ে হোয়্যাটসঅ্যাপে একটি গ্রুপ খোলা হয়। রিপোর্ট বলছে, সেই গ্রুপের নাম ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বারস’।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তৃণমূল সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ওই গ্রুপের (WhatsApp Group) অ্যাডমিন অরূপ বিশ্বাস। সংশ্লিষ্ট গ্রুপে মোট ২২৫ জন সদস্য রয়েছেন বলে খবর। বিধায়কদের সম্বন্ধে এই গ্রুপেই তৃণমূল পরিষদীয় দল সিদ্ধান্ত জানাবে। সেই সঙ্গেই শাসক দলের বিধায়করা এখানে নিজেদের কথা জানাতে পারবেন।
আরও পড়ুনঃ ‘এক পুলিশ কমিশনারের কাছে পৌঁছনোই যাচ্ছিল না’! আরজি কর মামলায় CBI-এর দাবিতে তোলপাড়
গতকাল বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের সময়ই জনসংযোগে জোর দেওয়ার কথা বলেন মমতা। সেই সঙ্গেই প্রত্যেকে যাতে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পান, সেদিকেও নজর দেওয়ার কথা বলেন। পাশাপাশি বেফাঁস মন্তব্য করার বিষয়ে দলের বিধায়কদের সতর্কও করে দেন তৃণমূল (TMC) নেত্রী।
দলীয় বিধায়কদের উদ্দেশে মমতা (Mamata Banerjee) বলেন, ‘প্রকাশ্যে এমন কোনও মন্তব্য করবেন না, যাতে দলকে বিব্রত হতে হয়’। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠন পোক্ত করতে কোমর বেঁধে নেমেছেন তৃণমূল নেত্রী। অন্য কারোর নয়, বরং নিজের হাতেই দলের রাশ রেখেছেন মমতা। সেই সঙ্গেই শৃঙ্খলার বিষয়েও জোর দিয়েছেন তিনি।