কবে বকেয়া DA হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা? পুজোর মধ্যেই এবার মুখ খুলল সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ডিএ (DA) বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল বাংলা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ওদিকে সুপ্রিম কোর্টে (Supreme Court) বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এককথায় ঝুলে রয়েছে DA মামলা। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, পুজোর আগেই তাদের পাওনা মিটিয়ে দেওয়া হোক। অন্যদিকে সরকার এখনও চুপ। এই আবহেই সম্প্রতি ফের ডিএ প্রসঙ্গে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য (Chandrima Bhattacharya)।

ঠিক কী ব্লেভহেন রাজ্যের অর্থমন্ত্রী? ডিএ প্রসঙ্গে চন্দ্রিমাদেবী বলেন, ‘DA যেটা বাড়ানোর ছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে’,। নিজের কথায় মন্ত্রী পরিষ্কার করে দিলেন পুজোর আগে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির কোনও সম্ভাবনাই আপাতত নেই।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘ডিএ যেটা বাড়ানোর ছিল, সেটা আগেই বাড়ানো হয়ে গিয়েছে। এই ইস্যুটা এখন আদালতে বিচারাধীন আছে।’ কিছুদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন সেই সময় তার বিরোধীতা করে ডিএ মেটানোর দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: পুজোর মরসুমে দারুন সুখবর! সরকারি কর্মীদের জন্য মোটা টাকা বোনাস ঘোষণা করল কেন্দ্র সরকার

সেই সময়ও চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, ‘ডিএ মঞ্চ যাই বলুক না কেন সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ তা নিয়ে কিছু বলব না। এই নিয়ে শীর্ষ আদালত সিদ্ধান্ত নেবে।’

chandrima

প্রসঙ্গত, বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই মুহুর্তে রাজ্যের সরকারি কর্মীরা ৬ শতাংশ ডিএ পাচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ ৪২ শতাংশ হারে ডিএ গতকালই তা বাড়িয়ে ৪৬% করা হয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X