SSC ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিলো নবান্ন, সঙ্গে ৬,৮৬১ নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি

বাংলাহান্ট ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রাজ্য সরগরম। এ সবের মাঝেই স্কুলে ৬,৮৬১ টি নয়া পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। কমিশনের প্যানেলে যে প্রার্থীরা ওয়েটিং লিস্টে (শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ) আছেন, তাঁদের নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কমিশনের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের জন্য অতিরিক্ত পদ তৈরি হয়েছে। সবমিলিয়ে ৬,৮৬১ টি শূন্যপদের জন্য নিয়োগ হবে। তার মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের প্রার্থীদের জন্য, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির জন্য এবং ১,৬০০ পদ তৈরি হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য। ২০১৬ সালের এসএসসি প্যানেলে যাঁরা ওয়েটিং লিস্টে আছেন, তাঁদের চাকরির সুযোগ করে দিতেই এই নতুন পদ সৃষ্টি করা হল বলে জানানো হয়েছে।

শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, ‘‘আদালতের নির্দেশ মেনেই স্বচ্ছতা বজায় রেখে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে৷’’ সূত্রের খবর, এর ফলে আন্দোনরত চাকরি প্রার্থীদের বৃহৎ অংশই শীঘ্রই স্কুলের চাকরি পেতে চলেছেন৷

সরকারের তরফে স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা। সংশ্লিষ্ট মহল মনে করছে, ওয়েটিং লিস্টে আছেন, এমন প্রার্থীরাই আন্দোলন করছিলেন। মূলত তাঁদের নিয়োগ করতেই সরকারের প্রায় সাত হাজার নয়া পদ সৃষ্টি।স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে যে নিয়োগের প্যানেল, তাতে যদি আদালতের নির্দেশে কোনো বদল আনতে হয়, তাও যথাযথ নিয়ম মেনেই সম্পন্ন করতে হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর