শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা! যা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু…

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment) নিয়ে তোলপাড়। ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় পড়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা। আদালতে চলছে একাধিক মামলা আর দীর্ঘদিন ধরে আইনি জটে বন্ধ হয়ে রয়েছে নিয়োগ পক্রিয়া। শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ‘যোগ্যরা’। এই আবহেই এবার নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)।

সম্প্রতি শিক্ষক নিয়োগে নজির গড়েছে বিহার। পড়শী রাজ্য বিহারে প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী শিক্ষককে স্থায়ী করেছে বিহার সরকার (Bihar Govornment)। বিহারে পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুললেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর দাবি, ‘আদালতের নির্দেশ পেলে সাত দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’

সম্প্রতি এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিহারের বিরোধী দলেরা পশ্চিমবঙ্গের বিরোধী দলের মতো আদালতে মামলা করে না। মামলা করলেই সব ভেস্তে যাবে। বাংলায় গোটা নিগোয়টাই আদালতে আটকে রয়েছে। আইনি জটে আটকে রয়েছে। আদালত নির্দেশ দিলে ৭ দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’

mamata bratya g

বহুদিন থেকে নিয়োগের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলনের প্রভাব আসন্ন লোকসভা ভোটের ফলাফলে পড়বে কিনা সেই প্রশ্ন করা হলে ব্রাত্য বসু বলেন, ‘ কোনও প্রভাব ভোটে পড়বে না।’

আরও পড়ুন:এসপার নয় ওসপার! এবার তালা ভেঙে শাহজাহানের বাড়িতে ঢুকে পড়ল ED, তারপরই যা দেখল…

এই বিষয়ে তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে নিয়েছেন। বিষয়টি সংশোধন করে নিতেও বলেছেন। যে সব চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে আছেন তাদের জন্য মমতাদি খুবই দুঃখতি। মমতাদির ওপর ওদের যে ভরসাটা আছে সেটা আর অন্য কোনও নেতার ওপরে নেই।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর