এসপার নয় ওসপার! এবার তালা ভেঙে শাহজাহানের বাড়িতে ঢুকে পড়ল ED, তারপরই যা দেখল…

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় কোমর বেঁধে ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সন্দেশখালি ঘটনার ১৮ দিন পর সাত সকালে ফের শাহজাহানের বাড়িতে (Sheikh Shajahan) ইডির অভিযান। সাথে ১২৫ জন কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলল শেখ শাহজাহানের বাড়ি। সূত্রের খবর, নেতার বাড়ির তালা ভেঙে ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন ইডি অফিসারেরা। চলছে তল্লাশি।

আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর এদিন বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি তালার চাবি ভাঙার লোক নিয়ে শাহজাহানের ডেরায় পৌঁছয় ইডি। চাবি ভাঙার লোক দিয়ে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ইডির টিম।

তবে এদিনও তল্লাশি অভিযানের আগেই ইডিকে বাধা পেতে হয়। ইডি আসার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্য পুলিশ। পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হলে প্রথমে মৌখিক ভাবে ইডি জানায় তাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে। তবে পুলিশ তা না মানায় ইডি সার্চ ওয়ারেন্ট দেখায়।

ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পরও, শাহজাহানের বাড়ির ভেতরে যে তল্লাশি চালানো হবে, সেটা নির্দেশের কোথায় লেখা রয়েছে এই নিয়ে প্রশ্ন তোলে পুলিশ। এই নিয়ে ইডি ও পুলিশের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। এর পর পুলিশের তরফে জানানো হয়, তল্লাশি অভিযানে এলাকার দু’জন নিরপক্ষে সাক্ষীকে রাখতে হবে। দাবি মেনেই ইডি তল্লাশি অভিযান চালাবে বলে ঠিক হয়। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে রাজ্য পুলিশের বিরাট টিম।

প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ৫ তারিখ শেখ শাহজানানের বাড়িতে ইডির অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার বেঁধে যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। সেই সময় তল্লাশির খবর পেয়েই ইডি আধিকারিকদের ওপর হঠাৎ চড়াও তৃণমূল নেতার অনুগামীরা। কেন না জানিয়ে হানা দিয়েছে ইডি? এই প্রশ্ন তুলেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। ক্রমশ্য উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি।

seikh sahajahan ed

আরও পড়ুন: কাকু-কুন্তলের সাথে যোগ! কে এই পার্থ ঘনিষ্ঠ ভজা যাকে জেরা করল ED? জানলে চোখ কপালে উঠবে

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের অনুগামীরা ভীড় করে ফেলে গোটা এলাকায়। হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক শাহজাহানের বাড়ির সামনে জড়ো হন। ইডি হানার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। এখানেই শেষ নয়, ইডির আধিকারিকদের মারধরও করেন তৃণমূল নেতার অনুগামীরা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের। ভাঙচুর চলে ইডির গাড়ি। এরপর একদম ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করেন কয়েক হাজার বিক্ষোভকারী। সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিকরাও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর