রাস্তা আটকে দুর্গাপুজোয় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে মমতা সরকার

STaff Report:  আজ বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে রাজ্যের বেশ কয়েক যায়গায় দুর্গাপুজোর খুঁটিপুজোর আয়োজন করা হয়েছে। তবে একমাস আগেও অনেক যায়গায় খুঁটিপুজো হয়ে গেছে। আর আজকের দিনে রাজ্যের দুর্গাপুজো কমিটি গুলোর মাথায় বড়সড় চিন্তার ভাজ ফেলে দিলো মমতা সরকার। রাজ্য সরকারের তরফ থেকে পুজো কমিটি গুলোকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্যের কোথাও রাস্তা আটকে পুজো করা অথবা প্যান্ডেল এবং লাইটিং করা যাবেনা। এরজন্য রাজ্যের পুজো কমিটি গুলোকে কড়া নির্দেশিকা পাঠাতে তৎপর রাজ্য সরকার। যদিও এখনো এই সংক্রান্ত ব্যাপারে কোন সরকারি স্টেটম্যান জারি করা হয়নি।

নবান্ন সুত্রের খবর অনুযায়ী, রাজ্যের কোথাও রাস্তা আটকে দুর্গাপুজো করা যাবেনা। করলেই পুজো কমিটি কে রাজ্য সরকারের কপের মুখে পড়তে হবে। পেতে হতে পারে চরম শাস্তি। খুব দ্রুত এই নির্দেশ কার্যকর হতে চলেছে বলে খবর৷

এর আগে বিজেপি কর্মীরা রাস্তা আটকে নামাজ পড়ার প্রতিবাদে কলকাতার রাস্তায় হনুমান চালিশা পড়েছিল। বিজেপি কর্মীদের ওই প্রতিবাদের জেরেই কি এবার রাস্তায় দুর্গাপুজো বন্ধ করতে চলেছে সরকার? যদিও রাস্তা আটকে দুর্গাপুজো করাটা কোনদিনও মেনে নেওয়া যায়না। কিন্তু নিষেধাজ্ঞা শুধু দুর্গাপুজোতেই কেন? রাজ্যের রাস্তা ঘাট আটকে দুর্গাপুজো ছাড়া নামাজ এবং অনেক ধর্মীয় অনুষ্ঠান হয়, কিন্তু নিষেধাজ্ঞা শুধু পুজোর জন্যই কেন?

সম্পর্কিত খবর