বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। নতুন বছরে এসেও কাঙ্খিত ডিএ মেলেনি। এরই মাঝে এই কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য (Government of West Bengal)। বছরের শুরুতেই নয়া সুবিধার কথা জানাল অর্থদপ্তর (Finance Department)। সম্প্রতি এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানিয়ে রাখি, রাজ্যের অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান পান। এবার সেই অর্থ পেতে আর অপেক্ষা করতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই হাতে আসবে টাকা। যাতে অবসরের পর এককালীন টাকা পেতে দেরি না হয় সেই লক্ষ্যে বড় উদ্যোগ নিল রাজ্যের অর্থদপ্তর।
বড় সিদ্ধান্ত রাজ্যের-Government of West Bengal
সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা এবার থেকে আর অফলাইনে নয়, অনলাইনে মাধ্যমেই প্রদান করা হবে। গোটা বিষয়কে ডিজিটাইজ করা হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে অর্থ দপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল সংস্থাগুলি এইচআরএমএস-এর মাধ্যমে ‘টার্মিলান বেনিফিট’ (অবসরের সময় এককালীন অনুদান) পেতে অনলাইনেই আবেদন জানাতে পারবেন। এতে সময় বাঁচবে অনেকটাই। অবসররে পর কর্মীদের আর অপেক্ষা করতে বা দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না।
আরও পড়ুন: আজ ঝেঁপে বৃষ্টি এই সব জেলায়! দক্ষিণবঙ্গে কি আরও নামবে তাপমাত্রা? আবহাওয়ার খবর
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে টার্মিলান বেনিফিটের ক্ষেত্রে ডিরেক্টর নিজেই অনুমোদন দিতে পারবেন। সংশ্লিষ্ট কর্মী অবসরের দিনই এই অনুদান পেয়ে যাবেন। উল্লেখ্য, প্রথমে রাজ্যের চুক্তিভিত্তিক, অস্থায়ী ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় তিন লক্ষ টাকা পেতেন। পরে মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেন।