প্রকল্পে টাকা পাঠানো নিয়ে বাড়তি সতর্কতা নবান্নের, কোন নয়া নির্দেশ জারি হল?

বাংলা হান্ট ডেস্কঃ কথা রেখে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় ‘বঞ্চনা’ উপেক্ষা করে আবাস (Bangla Awas Yojana) তৈরিতে হাত বাড়িয়েছে রাজ্য (Government Of West Bengal)। এবার সেই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বাড়তি সতর্কতা জারি নবান্নের।

আবাসে অর্থ বরাদ্দ করলেও তা উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়ার আগে ক্রস চেকিং এর সিদ্ধান্ত রাজ্যের। যাতে টাকা শুধুমাত্র ‘যোগ্য’দের হাতে পৌঁছায় সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। কথা মত ডিসেম্বর থেকে একে একে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকাতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু সকলকে একবারে টাকা পাঠানো হচ্ছে না। দফায় দফায় তা করা হচ্ছে।

প্রথম দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছেন ১১ লক্ষ। টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও তা শেষ হতে সময় লাগবে কারণ একাধিকবার যাচাই করে তবেই সেই অর্থ পাঠানো হচ্ছে। পাশাপাশি প্রথম দফায় প্রাকৃতিক কোনও বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ১ লক্ষ মানুষকেও বাংলার আবাসের বাড়ির অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তবে যাতে কোনোভাবেই অযোগ্যদের হাতে টাকা না যায় সেই নিয়ে বাড়তি সতর্ক নবান্ন। সূত্রের খবর, প্রথমে জেলাভিত্তিক বরাদ্দ জেলাশাসকদের দায়িত্বে পাঠাচ্ছে নবান্ন। সেখানে যাচাইের পরে বিডিও উপভোক্তাদের ‘মাস্টার রোল’ তৈরি করছেন। তা পাঠানো হচ্ছে জেলা পরিষদে।

পরবর্তী ধাপে তা যাচাইয়ের পরে তালিকায় অনুমোদন পেলে তা পৌঁছে যাচ্ছে ট্রেজারিতে। এবং সব শেষে জেলাশাসকের ছাড়পত্র নিয়ে উপভোক্তার ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এত যাচাইয়ের পরেও যদি ভুল করে ‘অযোগ্য’ কারও কাছে টাকা পৌঁছে যায় বা যদি কোনও পর্যায়ে অভিযোগ মেলে তাহলে যাতে তা দ্রুত ফেরানো হয় সেই নিয়ে জেলা-কর্তাদের মৌখিক নির্দেশ দিয়ে রেখেছে নবান্ন।

Nabanna Government of West Bengal

আরও পড়ুন: ফের বৃষ্টি বাংলায়! কোন কোন জেলা ভিজবে? আগামী সাত দিনের রাজ্যের আবহাওয়ার খবর

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি প্রকল্প আবাস যোজনা (Awas Yojana) নিয়ে শুরু থেকেই নজরে রয়েছে কেন্দ্র বনাম রাজ্যের বিরোধ। বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দু’বছরেরও বেশি সময় ধরে আবাস প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এদিকে আবাসের বরাদ্দ রাজ্য দিলেও, এখনও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সাথে বৈঠকের অপেক্ষায় পশ্চিমবঙ্গ সরকার। এই পরিস্থিতিতে কোনোরকম ভুলচুক যাতে না হয় সেই নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন রাজ্যের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর