টোটো নিয়ে কড়াকড়ি! নয়া ‘ব্যবস্থা’ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রায় ১০ লক্ষ মানুষের জীবন-জীবিকা এখন টোটোকে ঘিরে। তবে এই টোটো (Toto) নিয়ে যানজটের সমস্যাও নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটোর দাপাদাপিতে একাধিক দুর্ঘটনাও ঘটেছে বহুবার। এবার সেই তিন চাকার যান নিয়ে কড়াকড়ি রাজ্য সরকারের (Government of West Bengal)।

টোটোচালকদের জন্য এবার সুনির্দিষ্ট নীতি তৈরি করা হবে। এমনটাই পরিকল্পনা রয়েছে রাজ্যের পরিবহণ দফতরের (West Bengal Transport Department)। সূত্রের খবর, কেবল পরিকল্পনা নয় আগামী দু-তিন মাসের মধ্যেই এই নীতি প্রণয়নও করা হবে। জানা যাচ্ছে টোটো চালকদের লাইসেন্স এবং টোটোর রেজিস্ট্রেশন চালু করা হবে।

ব্যস্ত সময়ে শহর থেকে জেলায় জেলায় টোটোর চলাচল নিয়ে অভিযোগ জমা পড়েছিল পরিবহণ দফতরে। সেই অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে পরিবহণ দফতর। এমনিতেই জাতীয় সড়কে তা চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এবারে টোটো নিয়ে সুনির্দিষ্ট নীতি তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার।

রাজ্য সরকার তরফে সুনির্দিষ্ট নীতি তৈরি করা হলে একদিকে যেমন টোটো চালকদের স্বার্থরক্ষা হবে তেমন সড়ক নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হবে। সম্প্রতি ব্যারাকপুরের এক অনুষ্ঠানে থেকে টোটো সংক্রান্ত নীতির কথা শোনা গিয়েছিল পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মুখে। এবারে আরও একধাপ এগিয়ে নীতি তৈরির পথে রাজ্য সরকার।

mamata banerjee Government of West Bengal toto

আরও পড়ুন: বাড়বে তাপমাত্রা! ফের ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

সমস্ত পুরসভা এবং পুলিশ-প্রশাসনের সঙ্গে আলোচনা করে তবেই এই এই নীতি প্রণয়ন করা হবে। চালকদের প্রশিক্ষণের বিষয়টিও বিবেচনা করা হবে। বিগত কিছু সময়ে অবৈধ ভাবে টোটো তৈরির অভিযোগে বেশ কিছু লেদ কারখানা বন্ধও করা হয়েছে প্রশাসন তরফে। এদিকে যেভাবে টোটোর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেখানে দাঁড়িয়ে টোটোর ক্ষেত্রে নিয়মনীতি আনা প্রয়োজন বলে মনে করছে পরিবহন দপ্তর। টোটোর জন্য নির্দিষ্ট রুটও বেঁধে দেওয়া হবে এই নীতির আওতায়। ফলে উভয়পক্ষেরই সুবিধা হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর