প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ৫২৯৮ টি শুন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার! কাদের খুলছে কপাল?

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ভালো খবর শোনালো রাজ্য সরকার (West Bengal Government)। শিক্ষা দফতরের তরফে প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক (Special Educator) নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য। এর দ্বারা আগামী পাঁচ বছরের মধ্যে কমবেশি ৮০ হাজার শিক্ষক নিয়োগ হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে।

প্রথমে ২৭১৫টি শূন্য পদের সংখ্যা তৈরী হয়েছে বলে সূত্রের খবর। তবে পরে এই পদে মোট শুন্য পদের সংখ্যা হবে ৫২৯৮ টি। ইতিমধ্যেই এই স্পেশাল এডুকেটর নিয়োগের বিষয়ে কলকাতা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের কাছে যত শীঘ্র সম্ভব বিভিন্ন স্কুলের শূন্য পদের ‘রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট’ পাঠানোর নির্দেশ চিঠি মারফত পৌঁছে গিয়েছে।

   

সূত্রের খবর ওই ৫২৯৮ টি শুন্য পদ ছাড়াও উচ্চ প্রাথমিক স্তরে বাড়তি শূন্য পদ থাকবে। এখনো পর্যন্ত যতগুলি শূন্যপদ তৈরি হয়েছে তা সংরক্ষণের জন্য নিয়ম মেনে রোস্টার তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তত একটি করে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে।

আরও পড়ুন: পুজোর আগেই তিহাড়ে আতঙ্ক! ED-র পদক্ষেপে ঘুম উড়ল কেষ্টর! মহা বিপদে বীরভূমের বাঘ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার মানোন্নয়নে উদ্যোগী মমতা সরকার। সম্প্রতি স্পেশাল এডুকেটরদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একটি স্মারকলিপি দেওয়া হয়। যেখানে তিনি এই সকল শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন।

mamata bratya g

রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) দ্বারা অনুমোদিত বিশেষ বিএড (B.Ed) বা বিশেষ ডিএলএড (D.El.Ed) কোর্সের প্রার্থীরা এই বিষয়ে নিয়োগের জন্য যোগ্য৷ এবার পরিকল্পনা মাফিক এর বাস্তবায়ন ঘটলে এই সকল শিক্ষকদের চাকরির সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন রাজ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর